পরনে লাল পাড় সাদা শাড়ি, মাথা ভর্তি সিঁদুর পরে নতুন বউ সাজলেন পর্দার ‘মিঠাই’ সৌমিতৃষা!

লাল পাড়, সাদা শাড়ি, মাথায় চওড়া সিঁদুর পরে মিঠাই সাজে ধরা দিলেন সৌমিতৃষা, আপ্লুত নেটজনতা। কত সিরিয়াল এলোগেলো। তবে দীর্ঘ ২ বছরেরও বেশি সময় ধরে জি বাংলায় টিকে রয়েছে ‘মিঠাই’ (Mithai) ধারাবাহিক। প্রথমদিকে দীর্ঘদিন ধরে টিআইপি তালিকার শীর্ষে অবস্থান করলেও মাঝখানে হাতছাড়া হয় সেই স্থান। তবে মিঠাই-এর মৃত্যুর পর টিআরপি রেটিংয়ে ভাটা পরলেও এই সিরিয়ালের প্রতি দর্শক সংখ্যা যে একেবারেই কমে গেছে তা কিন্তু নয়।
মিঠাই-এর মৃত্যুর পর মিঠি এসে ঘুরিয়েছে এই ধারাবাহিকের মোড়। তবে মিঠি সহ অনেক চরিত্র এন্ট্রি নিলেও মিঠাই-এর শূন্যতা কেউ পূরণ করতে পারেনি। ফলে দর্শকদের চাহিদার ভিত্তিতে মিঠাইকে শেষ পর্যন্ত ধারাবাহিক আনতে একপ্রকার বাধ্য হয় নির্মাতারা। যার ফলে দর্শকরা বেজায় খুশি আবারো মিঠাই সিদ্ধার্থর মাখো মাখো প্রেম দেখে।তবে সাম্প্রতিক সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল হয়েছে মিঠাইয়ের সাজে অভিনেত্রী সৌমিতৃষার এক ছবি।
যেখানে মাথা ভর্তি সিঁদুর পড়ে, শাড়ি পড়ে বঙ্গনারী বেশে ধরা দিয়েছেন সৌমিতৃষা (Soumitrisha)।ছবিটিতে মিঠাই ওরফে সৌমিতৃষা (Soumitrisha)-র পরনে দেখা গেছে লাল পাড়, সাদা শাড়ি। সাথে রয়েছে কোঁকড়ানো খোলা চুল, মাথা ভর্তি চওড়া সিঁদুর, কপালে ছোট্ট লাল টিপ সহ মানানসই সাজে দেখা গিয়েছে মিঠাইকে। তবে তার এই লুকে মাথা ভর্তি লাল সিঁদুর তার গ্ল্যামারকে যেন আরো উজ্জ্বল করে তুলেছে।
সাম্প্রতিক সৌমিতৃষা (Soumitrisha)-র অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ থেকে পোস্ট হয়েছে এই ছবিটি। যা দেখে প্রতিবারের মতো এবারেও আপ্লুত হয়েছে মিঠাই ভক্তরা। মিঠাইয়ের প্রশংসার বন্যা বয়ে গেছে কমেন্ট সেকশনে। ইতিমধ্যে এই ছবিটি পছন্দ করেছে প্রায় ৫৭ হাজারেরও বেশি মানুষ। আপনিও যদি না দেখে থাকেন চট করে দেখে আসুন। আপনিও মুগ্ধ হতে বাধ্য।