Mithai: শেষ হতে চলেছে ‘মিঠাই’? নিরবতা ভেঙেই চমকে দিলেন সৌমিতৃষা

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’। এই ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করছেন সৌমিতৃষা কুন্ডু ও আদৃত রায়। তাদের রসায়ন যে দর্শকদের মন জয় করে নিয়েছে তা ধারাবাহিকের টিআরপি দেখেই স্পষ্ট। তবে শোনা যাচ্ছে শেষ হতে চলেছে এই ধারাবাহিক। সেই বিষয়ে এবার মুখ খুললেন সৌমিতৃষা। তিনি যা বললেন শুনে চমকে যাবেন। যদিও সম্প্রচারিত হওয়ার প্রথম দিন থেকেই জনপ্রিয়তার শিখরে পৌঁছে গিয়েছে এই ধারাবাহিক।
গল্পের মোড় ও চমক দর্শকদের আরও উৎফুল্ল করেছে। সবমিলিয়ে দর্শকদের কাছে ‘মিঠাই’ একটি জায়গা করে নিয়েছে। বর্তমানে ধারাবাহিকে সৌমিতৃষা দু’টি চরিত্রে অভিনয় করছেন। একটি মিঠাই ও অপরটি মিঠি। তাই ধারাবাহিকের জনপ্রিয়তা তুঙ্গে। বেশ কিছুদিন মিঠাইকে দেখা যায়নি ধারাবাহিকে। গল্পের নতুন মোড়ে মিঠাই হারিয়ে যায় এবং সেই স্থানে আসে মিঠি। তবে ফের ফিরে এসেছে মিঠাই।
এরপরেই টিআরপি তড়তড়িয়ে বাড়লেও আরেকটি জল্পনা দর্শকদের মন খারাপ করে দিচ্ছে। শোনা যাচ্ছে শেষ হতে চলেছে এই ধারাবাহিক। এই বিষয়ে সৌমিতৃষা জানান, নতুনদের জায়গা দিতে পুরোনোদের সরে যেতে হবে। আমরা যখন নতুন ছিলাম সেইসময় পুরোনোরা জায়গা ছেড়ে দিয়েছিল। এই ধারাবাহিকও একদিন শেষ হবে।
তবে ধারাবাহিক শেষ হলেও আমি আশা করবো মিঠাইয়ের জন্য মানুষের মনে জায়গা থেকে যাবে। ধারাবাহিকের পরিচালক রাজেন্দ্র প্রসাদ দাস জানান, আমিও দীর্ঘদিন ধরে শুনছি মিঠাই শেষ হয়ে যাবে৷ যদিও চ্যানেল কর্তৃপক্ষ আমাকে কিছুই জানায়নি। চ্যানেল যতক্ষণ না জানাচ্ছে ততক্ষণ আমি বলতে পারবো না। ধারাবাহিক যেমন শুরু হয়েছে তেমনই শেষ হবে।