অসহ্য যন্ত্রণায় কাবু, তবু থেমে নেই ‘মিঠাই’ সৌমিতৃষা!

একেই ধারাবাহিক শেষ হওয়ার দুঃখ, তার ওপর আবার শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লেন সৌমিতৃষা। মন খারাপের রেশ ‘মিঠাই’ (Mithai) দলের। ইতিমধ্যে স্মৃতি ফিরেছে মিঠাইয়ের। স্মৃতি ফিরতে জড়িয়ে ধরেছে উচ্ছেবাবুকে। ফলে আর কয়েক সপ্তাহের মধ্যেই শেষ হতে চলেছে ‘মিঠাই’ ধারাবাহিক। প্রসঙ্গত, মনোহরা ভাঙার পর থেকেই মন ভেঙেছে মিঠাই দল সহ দর্শকদের। তবে এরই মাঝে শোনা গেল আরো এক খারাপ খবর। প্রসঙ্গত, একটা সময় টিআরপি তালিকায় রেকর্ড গড়েছিল ‘মিঠাই’ ধারাবাহিক। তবে পরবর্তীতে মিঠাইয়ের মৃত্যুর পর সেই জায়গা কেড়ে নেয় অন্য ধারাবাহিক।
পরবর্তীতে গত বছরের শেষের দিকে স্লট বদল হয় এই ধারাবাহিকের। টিআরপি সংখ্যা কমলেও ধারাবাহিকের প্রতি আকর্ষণ দর্শকদের বেশ রয়েছে। তবে স্লট বদলের পর বেশ কয়েকবার শোনা গিয়েছিল ‘মিঠাই’ (Mithai) ধারাবাহিক শেষ হওয়ার কথা। তবে এবারে শুরু হয়েছে দিন গোনা। বিদায় ঘন্টা বাজতে চলেছে ‘মিঠাই’ ধারাবাহিকের। কথায় রয়েছে সব কিছুরই শেষ আছে। সেরকমই দীর্ঘ কয়েক বছর চলা ‘মিঠাই’ ধারাবাহিক শেষের পথে। সেট ভাঙার ছবি-ভিডিও প্রকাশ্যে আসার পর থেকেই মন খারাপ দর্শক সহ ‘মিঠাই’ সেটের মানুষদের।
মন খারাপের পাশাপাশি শরীর অসুস্থ মিঠাই ওরফে সৌমিতৃষা (Soumitrisha)-র। মনোহরা সেট ছাড়ার দিন অর্থাৎ গত শনিবার হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন সৌমিতৃষা। যার কারণে সন্ধ্যা ৬ টার মধ্যেই ছুটি নিয়ে বাড়ি চলে যান অভিনেত্রী সৌমিতৃষা। পরবর্তীতে জানা যায় তার ভীষণ ব্যাকপেইন হচ্ছিল। ঘন্টার পর ঘন্টা একটানা দাঁড়িয়ে শুটিং করার জেরেই তিনি অসুস্থ হয়ে পড়েন। তবে সেই যন্ত্রনা নিয়েও তিনি কাজ করছেন। নতুন সেটে সেই যন্ত্রনা নিয়েই সিড়ি দিয়ে ওঠানামা করতে হচ্ছে।
তবে খুব শীঘ্রই তিনি ডাক্তারি পরামর্শ নেবেন বলে জানিয়েছেন। তবে পূর্বে অনেক ধারাবাহিকেই অভিনয় করেছেন সৌমিতৃষ্। কিন্তু এই ‘মিঠাই’ (Mithai) ধারাবাহিকে মিঠাই চরিত্রে অভিনয় করে তার জনপ্রিয়তা শীর্ষে উঠেছে। তবে এই ধারাবাহিক শেষ হওয়া নিয়ে তিনি বলেছেন, অনেকদিন আগেই এই ধারাবাহিক শেষ হওয়ার কথা ছিল। তবে তার সময়সীমা বেড়েছে। মনে মনে এই বিষয়ে একটি প্রস্তুতি নেওয়াই ছিল। তবে এতদিনের এই কাজ শেষ হয়ে যেতে চলায় বেজায় মন খারাপ অভিনেত্রী সৌমিতৃষা (Soumitrisha)-র। তবে তার মধ্যে আবার পিঠের ব্যথায় খুবই কষ্টে আছেন মিঠাই ওরফে সৌমিতৃষা।