ভেঙে চুরমার করে দেওয়া হল মিঠাইয়ের সেট, মন খারাপ নিয়ে মুখ খুললেন সৌমিতৃষা!

‘ভাঙা-গড়ার খেলা। কিছুদিন আগেই তৈরি হয়েছিল মনোহরা আর এখন সেটি ভাঙা হচ্ছে।’ আবেগঘন সেই মুহূর্তের কয়েকটি ছবি পোস্ট করেছেন পরিচালক রাজেন্দ্র প্রসাদ দাস। যারা ‘মিঠাই’ ধারাবাহিকটি নিয়মিত দেখে থাকেন তারা ‘মনেহারা’ নামটির সাথে পরিচিত হয়ে থাকবেন। আসলে মোদক পরিবারের বাড়ির নাম মনোহরা।
এতোদিন পর্যন্ত সেখানেই চলছিলো ধারাবাহিকের শ্যুটিং। তবে সেই সেটটি ভাঙা হয়েছে এরপর সেখানে অন্য কোনো ধারাবাহিকের শ্যুটিং হবে। সেই ছবি পোস্ট করেছেন পরিচালক। দীর্ঘসময় ধরে এই ধারাবাহিকটি জনপ্রিয়তা বজায় রেখেছে। তবে কোনো জিনিস শুরু হলে একদিন তা শেষ হবেই। তাইতো খুব শীঘ্রই এই ধারাবাহিকটি শেষ হতে চলেছে বলে জানা গিয়েছে।
অনেকদিন ধরে শোনা যাচ্ছিলো ধারাবাহিকটি শেষ হবে। তার বদলে সেখানে আসবে ‘ফুলকি’ নামক নতুন ধারাবাহিক। সেজন্যই সেট ছেড়ে দিতে হলো মিঠাই ধারাবাহিককে। জানা গিয়েছে ভারতলক্ষ্মী স্টুডিওর যেখানে মনোহরা ছিলো তার ঠিক পাশে শ্যুটিং হচ্ছে মিঠাইয়ের। মনখারাপ করা সেই ছবিতে মন্তব্য করেছেন অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু।
সেখানে তিনি লিখেছেন, ‘হয়তো এভাবেই নতুনকে জায়গা ছেড়ে দিতে হয় রাজেনদা।’ তার কথাতেই বোঝা যাচ্ছে আক্ষেপের সুরে এই কথা বলেছেন তিনি। যদিও এই ঘটনায় ক্ষোভপ্রকাশ করেছেন মিঠাইয়ের ভক্তরা। তাদের মতে শেষ কয়েকটা দিন এখানেই শ্যুটিং হলে ভালো হতো। উল্লেখযোগ্য, এর আগে মনোহরার সেট ভাঙার কথা প্রথম জানিয়েছিলেন আদৃত রায়।