গৃহবধূর খোলস ছেড়ে ভগবান শ্রীকৃষ্ণের ভূমিকায় ‘মিঠাইরানী’, মুগ্ধ ভক্তরা

এবার কৃষ্ণের সাজে সেজে সকলকে চমকে দিলেন সকলের পরিচিত মিঠাই ওরফে সৌমিতৃষা কুন্ডু! ‘মিঠাই’ ধারাবাহিকের দৌলতে এই অভিনেত্রীকে কমবেশি সকলেই চিনে ফেলেছেন। একটি ধারাবাহিক তাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছে। এমনকি বর্তমানে দর্শকেরা তাকে বাড়ির সদস্যই মনে করেন। যার ঝলক আমরা বারবার দেখেছি সোশ্যাল মিডিয়ায়।
ইতিমধ্যেই সেখানে তার অনুরাগীর সংখ্যা রীতিমতো চোখে পড়ার মতো। তাদের সাথে নিত্যদিন তিনি বিভিন্ন সাজের ছবি ও ভিডিও ভাগ করে নেন। এছাড়াও শ্যুটিং সেটের বিভিন্ন ভিডিও পোস্ট করতে দেখা যায় অভিনেত্রীকে। এবার সেরকমই একটি রিল ভিডিও পোস্ট করেছেন তিনি। তবে সেটি শ্যুটিং সেটের বা কোনো ফটোশ্যুটের নয়।
বরং সেখানে তাকে দেখা গিয়েছে কৃষ্ণের সাজে। মাথায় ময়ূরের পালক, হাতে বাঁশি। ভীষণ সুন্দর লাগছিল দেখতে এই অভিনেত্রীকে। আর ক্যাপশনে তিনি জুড়ে দিয়েছেন ‘মহাভারত’ শব্দটি। তার এই ভিডিও দেখার পর প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনতা। কেউ কেউ যেমন বলেছেন, ‘আমাদের জীবন্ত জনার্দন’। আবার কারোর কারোর মতে ভীষণ সুন্দর লাগছে তাকে দেখতে।
সবমিলিয়ে আলোচনা শীর্ষে উঠে এসেছেন অভিনেত্রী। উল্লেখযোগ্য, ‘মিঠাই’ ধারাবাহিকে মিঠাই চরিত্রে অভিনয় করেন তিনি। যদিও বর্তমানে সেখানে মিঠি নামক আরো একটি চরিত্রে দেখা যাচ্ছে তাকে। অন্যদিকে তার এবং উচ্ছেবাবুর রসায়ন দেখতে ভীষণই পছন্দ করেন দর্শকেরা। একসময় টিআরপির দিক দিয়েও শীর্ষস্থান দখল করেছিল ধারাবাহিকটি। যদিও বর্তমানে টিআরপি কমেছে তবে জনপ্রিয়তা কমেনি।