রিয়েল লাইফে কার সঙ্গে প্রেম করছেন ‘উচ্ছেবাবু’? আদৃত উত্তর দিতেই রেগে আগুন সৌমিতৃষা!
ছোটো পর্দার জনপ্রিয় মুখ হলেন আদৃত রায় (Adrita Roy) ও সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu)। ‘মিঠাই’ ধারাবাহিকে এই দুই তারকাকে বেশ পছন্দ সকলের। দীর্ঘ এক বছর টিআরপি তালিকায় প্রথম স্থান দখল করেছিল এই ধারাবাহিক। তাই জনপ্রিয়তায় একেবারে শীর্ষে পৌঁছে গিয়েছে ধারাবাহিক ও বাকি সকলেই। বর্তমানে টিআরপি তালিকা থেকে একটু নীচে নামলেও জনপ্রিয়তা কমেনি একটুও। আদৃত ও সৌমিতৃষাকে একসঙ্গে দেখে বেশ খুশি দর্শকেরা।
তবে রিল ও রিয়েল বেশিরভাগ সময়ই আলাদা হয়। গুঞ্জন শোনা যাচ্ছে, আদৃত নাকি প্রেম করছেন ধারাবাহিকে তার দিদিয়া শ্রীনন্দা অর্থাৎ কৌশাম্বী চক্রবর্তীর সঙ্গে। একসময় তারা ছিলেন একে অপরের ভালো বন্ধু। তাই হয়তো প্রেমের সম্পর্ক শুরু হতে বেশি সময় নেয়নি৷ যদিও এখনও পর্যন্ত নিজের মুখে কিছুই স্বীকার করেননি তারা। তবে ভক্তদের মধ্যে এই গুঞ্জন শুরু হয়ে গিয়েছে।
প্রেম দিবসে ১৪ই ফেব্রুয়ারী সকলেই সোশ্যাল মিডিয়ায় নিজের মনের মানুষের ছবি পোস্ট করেছেন। এবার সেই দিনই এক সাক্ষাৎকারে নিজের মনের মানুষের কথা নিজমুখে স্বীকার করলেন আদৃত। তাকে জিগ্যেস করা হয় তিনি প্রেমিক হিসেবে কেমন মানুষ। এর উত্তরে তিনি জানান, “এটা আমি যার সঙ্গে প্রেম করছি সে ভালো বলতে পারবে। আমার মতে, আমার মতন প্রেমিক আর নেই। এই বিষয়ে তাকে সমস্তটা জিগ্যেস করা ভালো।”
এদিকে ভ্যালেন্টাইনস্ ডে উপলক্ষ্যে একদল ভক্ত মিঠাই ও সিদ্ধার্থের ছবি পোস্ট করে তাদের শুভেচ্ছা জানিয়েছেন। আর তা দেখে বেজায় রেগে গিয়েছেন সৌমিতৃষা। এর আগে এমনটা হয়েছিল কিন্তু সেবার বিশেষ কিছু বলেননি সৌমিতৃষা। কিন্তু এবার তিনি স্পষ্ট বলেছেন, মিথ্যা খবর রটাবে না। পর্দা ও বাস্তবের মধ্যে পার্থক্য বুঝতে শেখো। এরপর যারা এমন করবে তাদের আমি ব্লক করবো।” সৌমিতৃষার এই পোস্টের পর বেশ থমথমে চারিদিক।