ঝুমে জো পাঠান মেরি জান, শাহরুখ-দীপিকার স্টাইলে দুর্দান্ত নাচ সোম-মিঠাইরানীর (VIDEO)
২০২৩ এর শুরু থেকেই চর্চায় শাহরুখ খানের পাঠান। যতই বিতর্ক থাকুক শাহরুখ দীপিকার কেমিস্ট্রি ছাপিয়ে গেছে সবকিছুকে। বিগত কয়েক দিনে ভীড় করা ভক্তদের উচ্ছাস তার প্রমান। তবে কেবল সিনেমা নয় সিনেমার সাথে গানেও মজে রয়েছেন নেটিজেনদের একাংশ। ‘ঝুমে ঝো পাঠান’ থেকে ‘বেশরম রং’ একের পর এক স্টেপ রিক্রিয়েশন ভাইরাল হচ্ছে। বর্তমানের চোখ রাখলে দেখা যাচ্ছে রিল ভিডিওর ব্যাকগ্রাউন্ডে বাজছে এই গানগুলি।
আর এমন এনার্জেটিভ গানের তালে না নেচে কি থাকতে পারেন মিঠাই রানী!জনপ্রিয় মিঠাই ধারাবাহিকের মিঠাই এবার কাজের ফাঁকেই রিল ভিডিও বানিয়ে ভাইরাল হলেন। ধারাবাহিকে তার পার্টনার সিদ্ধার্থ হলেও বাস্তবে তার বেজায় বন্ধুত্ব তার অনস্ক্রিন ভাসুরের সঙ্গে। মাঝেমধ্যেই তাদের একসাথে রিল ভিডিও বানাতে দেখা যায়। আর সম্প্রতি পাঠান গানের রিল ভিডিওতে কোমর দোলালেন মিঠাই ওরফের সৌমিতৃষা আর সোম অর্থাৎ ধ্রুব।
বেশ কয়েকদিন পর তাদের একসাথে দেখে আপ্লুত ধারাবাহিকের অনুরাগীরাও।নিজের instagram হ্যান্ডেল থেকেই ধ্রুব শেয়ার করেছেন এই ভিডিওটি যেখানে দেখা যাচ্ছে মিঠাইয়ের পরনে রয়েছে ক্যাজুয়াল টপ প্যান্ট আর ধ্রুব পরেছেন হলুদ টিশার্ট। রাস্তার মাঝেই এদিন “ঝুমে জো পাঠানের” সাথে মেতে উঠেছেন তারা।
কয়েক সেকেন্ডের ভিডিওতে গানের তালে আইকনিক স্টেপে পা মিলিয়েছেন। যা এই মুহূর্তে ভাইরাল। ভিডিওটি শেয়ার করে অভিনেতা ক্যাপশনে লিখেছেন যে “ট্রেন্ডিং সং।” ভিডিওটি সামনে আসতে কমেন্টের বন্যায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। অনেকে তাদের আবার “পাওয়ার প্যাক” জুটি হিসেবে আখ্যায়িত করেছেন।