সব তিক্ততা ভুলে আরো কাছাকাছি সিদ্ধার্থ-মিঠাই! খুশিতে ডগমগ ভক্তরা

তবে কি এবার সৌমিতৃষা (Soumitrisha Kundu) ও আদৃতের (Adrit Roy) সম্পর্ক ঠিকঠাক হল! মিটল কি তাদের ঠান্ডা লড়াই? নাকি শুধুমাত্র কাজের খাতিরে তারা একে অপরের কাছাকাছি এলেন! সম্প্রচারিত হওয়ার প্রথম দিন থেকেই ‘মিঠাই’ ধারাবাহিক সকলের কাছে প্রিয় হয়ে উঠেছে। সকলেই এই ধারাবাহিক সিদ্ধার্থ ও মিঠাইয়ের খুনসুটি দেখতে পছন্দ করেছেন। তাই টিআরপি তালিকাতে প্রথমেই স্থান পেতো এই ধারাবাহিক।
পর্দায় দেখা যায় সিদ্ধার্থ মিঠাইকে চোখে হারায়, সবসময় তাকে কাছে পেতে চায় কিন্তু বাস্তবে সৌমিতৃষা ও আদৃতে সমীকরণ কি তেমনই! না তাদের সম্পর্ক বাস্তবে একটু আলাদা। তাদের মধ্যে যে দীর্ঘদিন ধরে একটি লড়াই চলছে তা কারোর অজানা নয়। কিন্তু কি নিয়ে সেই লড়াই শুরু হল তা অনেকেই জানেন না। মেকাপ রুম থেকে তাদের এই লড়াই শুরু।
আর এই লড়াইয়ে রয়েছেন তিনজন। কৌশাম্বী, আদৃত ও সৌমিতৃষা। তাদের ত্রিকোণ প্রেম নিয়ে এই লড়াই শুরু হয়। তবে এই বিষয়ে এখনও কেউ কিছু বলেননি। তবে আদৃতের জন্মদিনে সৌমিতৃষার সঙ্গে আদৃতের এই অপ্রকাশিত লড়াই সকলেই লক্ষ্য করেছেন। তবে সম্প্রতি যে ভিডিও প্রকাশ্যে এসেছে তা দেখে হতবাক নেট দুনিয়া। সম্প্রতি জি বাংলার অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ থেকে একটি ভিডিও শেয়ার করা হয়েছে।
সেখানে দেখা গিয়েছে সৌমিতৃষা ও আদৃত পাশাপাশি দাঁড়িয়ে ফটোশ্যুট সেরেছেন। সৌমিতৃষার পরনে হলুদ শাড়ি, ধুসর রঙের ব্লাউজ। হালকা মেকাপে চুল ছেড়েছেন তিনি। অপরদিকে আদৃতের পরনে হলুদ পাঞ্জাবি ও সাদা পাজামা। কখনও আদৃতকে দেখা যাচ্ছে সৌমিতৃষাকে মিষ্টি খাইয়ে দিতে আবার কখনও আদৃতের কাঁধে হাত রেখে ছবি তুলছেন সৌমিতৃষা। যদিও একে অপরের দিকে কেউ তাকায়নি। তাই সকলেই মনে করছেন কাজের খাতিরে এই ফটোশ্যুট সারা হয়েছে।