‘সূর্যবংশম’ সিনেমার অমিতাভ বচ্চনের ছোট্ট নাতি এখন হ্যান্ডসাম হাঙ্ক, দেখলে চোখ ফেরাতে পারবেন না
১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সূর্যবংশম’ নিয়ে নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না। মুক্তির এতো বছর পেরিয়ে গেলেও সিনেমাটি আজও সমান জনপ্রিয় দর্শকমহলে। এমনকি নিয়ম করে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে এখনো সম্প্রচারিত হয় এই সিনেমা। যেখানে একঝাঁক তারকাদের দেখা গিয়েছিল। যার মধ্যে অন্যতম হলেন অমিতাভ বচ্চন। তাকে দ্বৈত চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে।
এছাড়াও সেখানে কাজ করেছিলেন বাংলার অন্যতম অভিনেত্রী রচনা ব্যানার্জি। আর সেখানেই শিশু শিল্পীর চরিত্রে অভিনয় করেছিলেন আনন্দ বর্ধন। সময়ের সাথে সাথে প্রাপ্তবয়স্ক অভিনেতায় পরিণত হয়ে উঠেছেন তিনি। আর ওই সিনেমা ছাড়াও একাধিক সিনেমায় তাকে শিশুশিল্পীর চরিত্রে দেখা যায়। তবে ১২ বছর তাকে আর পর্দায় দেখা যায়নি।
দীর্ঘ সময় পর এবার ফের পর্দায় ফিরছেন তিনি। তবে বলিউড নয়, তেলেগু ইন্ডাস্ট্রিতে। অভিনয় জীবনে তিনি ২০ এর বেশি সিনেমায় শিশুশিল্পী হিসেবে কাজ করেছেন। এরপরই বড়ো পর্দার নায়ক হিসেবে নিজেকে তৈরি করার জন্য দীর্ঘ ১২ বছর ইন্ডাস্ট্রিতে মুখ দেখাননি। আর এতো বছর পর যখন তিনি ফিরলেন তাকে আর চেনাই যাচ্ছে না।
যদিও সোশ্যাল মিডিয়ায় ভালোরকম সক্রিয় আনন্দ। বিভিন্ন সময় বিভিন্ন ছবি ও ভিডিও পোস্ট করেন তিনি। আপাতত দর্শকেরা অপেক্ষা করছেন কবে তিনি বড়ো পর্দায় প্রবেশ করেন। অনেকে আবার তাকে বলিউডে কাজ করার কথাও জানিয়েছেন। এই বিষয়ে এখনো পর্যন্ত অভিনেতার তরফ থেকে কোনো ইঙ্গিত পাওয়া যায়নি যে তিনি বলিউডে কাজ করবেন কিনা।