Advertisements

সাক্ষাৎ ঈশ্বরের দূত, ১ বছরের ছোট্ট শিশুকে নুতুন জীবন উপহার দিলেন Sonu Sood

Advertisements

যেই সময় আমরা প্রত্যেকে করোনার ভয়ে গৃহবন্ধি, সেইসময় দূর-দূরান্তে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের পাশে দেবদূতের মতন দাঁড়িয়ে ছিলেন অভিনেতা সোনু সুদ, নানা প্রান্তে আটকে থাকা শ্রমিকদের পৌঁছে দিয়েছিলেন বাড়ি। দেশের থেকে দূরে আটকে থাকা পড়ুয়াদের ফিরিয়ে এনেছিলেন বিশেষ প্লেন পাঠিয়ে। আবার করোনা যোদ্ধাদের থাকার জন্য খুলে দিয়েছিলেন নিজের হোটেলের দরজা। আবার কখনো নিয়েছেন করো চিকিৎসার ভার আবার কখনো দীন দরিদ্র কে তৈরি করে দিয়েছেন বাসস্থান।

রিল লিইফের ভিলেন তিনি তবে রিয়েল লাইফের হিরো হয়ে সকলের মনের মণিকোঠায় নিজের পাকাপাকি স্থান দখল করে নিয়েছেন অভিনেতা সোনু সুদ। মানুষ তাকে মাসিহা বলেই চেনেন বর্তমানে। সোনু সুদের এই মহানুভবতার জন্য কিছুদিন আগেই স্পেশ্যাল হিউম্যানিটেরিয়ান অ্যাকশন অ্যাওয়ার্ড’ পেয়েছেন তিনি।

লকডাউন এর মধ্যে মানুষের সাহায্যে এগিয়ে আসতে নিজের সম্পত্তি অব্দি বন্ধক রেখেছেন সনু। শুধু লকডাউন অব্দি থেমে থাকেননি তিনি তার পরেও এখনো মানুষের সেবা করে চলেছে বলিউডের অন্যতম অভিনেতা।

সম্প্রতি এক বছরের ছোট্ট প্রাণ আহমেদের জীবন দাতা হয়ে তার পরিবারের পাশে দাঁড়ালেন সোনু। ছোট্ট আহমেদের ফুসফুসে রয়েছে একটি ছিদ্র , যা চিকিৎসা করতে অনেকগুলো টাকার প্রয়োজন। শিশুর চিকিৎসা করানোর মতন আর্থিক সামর্থ্য ছিলনা বাবা-মায়ের। আর তাদের পাশে আবারো মাসিহা হয়ে দাঁড়ালেন সনু সুদ। আহমদ এর সমস্ত চিকিৎসার খরচের দায়িত্ব নিলের নিজের হাতে। ৪ এপ্রিল থেকে আহমেদ এর চিকিৎসা শুরু হচ্ছে।

Related Articles