বিনোদন

‘ওর মন দিয়ে পড়াশোনা করা উচিত ছিল!’ ‘অশিক্ষিত’ আলিয়াকে ধুয়ে দিলেন সোনাক্ষী

‘ওর এখন বয়স কম, তাই মন দিয়ে পড়াশোনা করা উচিত!’ আলিয়া ভাটের সম্পর্কে এমনই বিস্ফোরক মন্তব্য করেছিলেন আরেক অভিনেত্রী সোনাক্ষী সিনহা। যে ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। বলিউড ইন্ডাস্ট্রিতে এই দুই তারকাকে নিয়ে নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না। দু’জনেই তারকাদের পরিবার থেকে উঠে এসেছেন। যদিও স্টারকিড হওয়ার পাশাপাশি তারা নিজস্ব অভিনয় দক্ষতা দেখিয়েছেন সিনেমায়।

তাদের মধ্যে বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তবে একসময় এমনটা হয়েছিল যে আলিয়ার সম্পর্কে চাঞ্চল্যকর মন্তব্য করেছিলেন সোনাক্ষী। কী হয়েছিল? আসুন তাহলে খোলসা করেই বলা যাক। আসলে ‘কফি উইথ করণ’ শো’তে হাজির হয়েছিলেন সোনাক্ষী। সেখানেই এই মন্তব্য করেছিলেন তিনি। পুরানো সেই ভিডিও এখন বেশ ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

ভিডিওটিতে দেখা যাচ্ছে শো’য়ের সঞ্চালক করণ জোহর তাকে প্রশ্ন করেছিলেন অভিনয়জগতে আলিয়া না আসলে তার এখন কি করা উচিত ছিল? সেই প্রশ্নের উত্তর দিতে গিয়েই তিনি বলেন, ‘আলিয়া এখন অনেক ছোট, তাই এখন তার মন দিয়ে পড়াশোনাই করা উচিত।’ যদি সেখানে খানিকটা ব্যঙ্গের সুরেই কথাটি বলেছিলেন সোনাক্ষী।

যে ভিডিও নিয়ে বিশ্লেষণ শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। উল্লেখযোগ্য, ২০১৯ সালে ‘কলঙ্ক’ সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন সোনাক্ষী এবং আলিয়া। এরপর থেকেই তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছিল। যদিও সুযোগ থাকায় বন্ধুকে ব্যঙ্গ করতেও ছাড়লেন না তিনি। অন্যদিকে বর্তমানে নিজেদের কেরিয়ারে মন দিয়েছেন তারা।