শিল্পীদের স্পেস দিতে শিখুন, ‘ভালোবাসার অত্যাচারে’ আহত অরিজিতের আরোগ্য কামনা করে মন্তব্য শোলাঙ্কির

Advertisement

মহিলা ভক্তের নিয়ন্ত্রণহীন ‘ভালোবাসা’য় আহত হলেন অরিজিৎ সিং! যে ঘটনায় নিন্দায় সরব হয়েছেন অন্যান্য তারকা থেকে শুরু করে দর্শকেরা। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে, ঔরঙ্গাবাদে কনসার্ট করতে গিয়েছিলেন তিনি। সেখানে দর্শকাসনের একদম সামনের সারিতে দাঁড়ানো এক উৎসাহী মহিলা ভক্ত অরিজিতের হাত রীতিমতো মুচড়ে দেন। পরিস্থিতি এতোটাই খারাপ হয় যে, সেই হাতে ব্যান্ডেজ বেঁধে পারফরম্যান্স করতে হয়েছে গায়ককে।

Advertisements

এই ঘটনায় এবার মুখ খুলেছেন ‘গাঁটছড়া’র প্রাক্তন অভিনেত্রী সোলাঙ্কি রায়। সোশ্যাল মিডিয়ায় অরিজিতের সাথে ঘটে যাওয়া এই ঘটনার তীব্র নিন্দা করেছেন তিনি। অরিজিতের একটি ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন, ‘মানুষজন কবে শিখবেন নিজস্ব জায়গা কাকে বলে? কাউকে ভালোবাসার অর্থ এটা নয় যে আপনি তাকে খাপচে ধরবেন, টানাহেঁচড়া করবেন, চোট লাগিয়ে দেবেন। একজন শিল্পী নিজের হৃদয় উজাড় করে পারফর্ম করেন। দয়া করে সেটাকে সম্মান করুন। অরিজিৎ সিংয়ের দ্রুত আরোগ্য কামনা করছি।’

Advertisements

অন্যদিকে চোট পাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল। যেখানে দেখা যাচ্ছে এই ঘটনার পরেও মাথা ঠান্ডা রেখে অরিজিৎ ওই মহিলাকে মার্জিতভাবে বলছেন, ‘আপনি আমার হাতটা এভাবে টানছেন তাতে তো আমি ব্যথা পেলাম। এখন হাত নাড়াতে পারছি না। এই অবস্থায় যদি গান গাইতে না পারি, তাহলে আপনারা অনুষ্ঠান উপভোগ করবেন কী করে?’

তবে ওই যন্ত্রনা নিয়েও তিনি শেষ করেছেন কনসার্ট। সোশ্যাল মিডিয়ায় অরিজিতের একটি ছবি প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যাচ্ছে হাতে ব্যান্ডেজ করা অবস্থায় বসে রয়েছেন তিনি, চোখেমুখে রয়েছে যন্ত্রণার ছাপ। এই বিষয়ে ওনার টিমের এক সদস্য জানিয়েছেন, ‘পরিস্থিতি এখন অনেকটা নিয়ন্ত্রণে। অরিজিৎ ভালো আছেন, তবে তাকে দু-সপ্তাহ বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে।’

Related Articles