কঠিন শারীরিক সমস্যায় ভুগছেন খড়ি? অবশেষে ‘গাঁটছড়া’ ছাড়ার আসল কারণ ফাঁস করলেন সোলাঙ্কি

Advertisement

স্টার জলসার একটি জনপ্রিয় ধারাবাহিক হল ‘গাঁটছড়া’। তিন বোন ও তিন ভাইয়ের সম্পর্ক নিয়ে এবং তাদের পরিবার নিয়ে এগিয়েছে এই ধারাবাহিক। ধারাবাহিকের সবচেয়ে দুই জনপ্রিয় চরিত্র হল ‘খড়ি’ ও ‘ঋদ্ধি’। এই ধারাবাহিকে বাকিরা জনপ্রিয় হলেও এই দু’টি চরিত্র বেশি মানুষের পছন্দ। ‘খড়ি’ চরিত্রে অভিনয় করছেন সোলাঙ্কি রায় (Solanki Roy)। দীর্ঘ একবছরের বেশি সময় ধরে টেলিভিশনের পর্দায় অভিনয় করছেন তিনি।

Advertisements

আর তাই তার জনপ্রিয়তা বরাবর বেশি। শোনা যাচ্ছিল এই ধারাবাহিক নাকি বন্ধের মুখে। এর জায়গায় নতুন ধারাবাহিক আসার খবরও মিলছিল। কিন্তু নতুন ধারাবাহিক নয়, বরং ‘গাঁটছড়া’ এবার নতুন গল্প নিয়ে হাজির হতে চলেছে। জানা যাচ্ছে এই ধারাবাহিকের চরিত্র ‘খড়ি’ ওরফে সোলাঙ্কি রায় এই ধারাবাহিক ছেড়ে বেরিয়ে যাচ্ছেন। ঈদের দিন ইনস্টাগ্রাম স্টোরিতে তার আভাস দেন অভিনেত্রী।

Advertisements

তবে অবশেষে ধারাবাহিক নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। তিনি জানালেন এবার তার ধারাবাহিক ছাড়ার সময় হয়ে এসেছে। বাকি সদস্য যারা তারা থাকবেন ধারাবাহিকে। জানা যাচ্ছে, ধারাবাহিকে ২০ বছরের লিপ দেখানো হবে। তাতে করে খড়ি গল্প থেকে মুছে যাবেন। তবে সোলাঙ্কি এবিষয়ে কোনো মন্তব্য করেননি। তিনি যেহেতু ধারাবাহিক থেকে সরে যাচ্ছেন তাই বাকি বিষয়ে তিনি জানেন না।

তিনি জানান, আগামী কিছুদিন তিনি ব্রেক নিতে চান। এখন তিনি ঘুরতে যেতে চান ও নিজের পরিবারের সঙ্গে সময় কাটাতে চান। তিনি জানান, আপাতত তার শরীর ভালো নেই তাই সেদিকে নজর দেওয়ার জন্য ধারাবাহিক সরে যাচ্ছেন তিনি। এদিকে খড়িভক্তদের মন ভালো নেই। শোলাঙ্কির নিজেরও মন ভালো নেই। তবে নতুন গল্প নিয়ে এগিয়ে যাবে ধারাবাহিক।

Related Articles