রাতারাতি ‘গাঁটছড়া’ থেকে বিদায় নিচ্ছেন সোলাঙ্কি! চিন্তায় ভক্তরা

Advertisement

খুব শীঘ্রই এবার ‘গাঁটছাড়া’ ধারাবাহিক থেকে বিদায় নিতে চলেছেন অভিনেত্রী সোলাঙ্কি রায়! যা শোনার পর রীতিমতো মন খারাপ হয়ে গিয়েছে দর্শকদের। স্টার জলসার জনপ্রিয় একটি ধারাবাহিক হলো ‘গাঁটছড়া’। খুব কম সময়ের মধ্যে সেটি জায়গা করে নিয়েছে দর্শকদের মনে। এই ধারাবাহিকে অভিনয় করছেন গৌরব চট্টোপাধ্যায় এবং সোলাঙ্কি।

Advertisements

তাদের রসায়ন ভীষণই উপভোগ করেন দর্শকেরা। তাইতো একসময় টিআরপির দিক দিয়েও শীর্ষস্থান দখল করেছিল এই ধারাবাহিকটি। তবে সাম্প্রতিক সময়ে টিআরপির দিক দিয়ে খুব একটা ভালো যাচ্ছে না এই ধারাবাহিকের। এমনকি এও শোনা গিয়েছিল যে হয়তো টিআরপি কমে যাওয়ার কারণে এটি বন্ধ হয়ে যেতে পারে। তবে ধারাবাহিক বন্ধ নয় বরং সোলাঙ্কি ছাড়তে চলেছেন এই ধারাবাহিক।

Advertisements

আসলে জানা গিয়েছে এই ধারাবাহিকের জন্য অভিনেত্রীর চুক্তির মেয়াদ ছিল ৩১শে মার্চ পর্যন্ত। হয়তো অনেকেই জানেন না শিল্পীদের অভিনয় করার আগে চুক্তিপত্রে সই করতে হয়। সেরকমই মার্চ মাস পর্যন্ত চুক্তির মেয়াদ রয়েছে এই অভিনেত্রীর। যার ফলে সেই দিন পর্যন্তই শ্যুটিং করবেন সোলাঙ্কি। আর তিনি নাকি তার চুক্তিপত্র রিনিউ করবেন না।

এই বিষয়ে অনেকে মনে করছেন হয়তো ধারাবাহিকের টিআরপি কমে গিয়েছে বলেই তিনি আর কাজ করবেন না বলে মনস্থির করেছেন। তবে শোনা গিয়েছে অভিনেত্রীর অন্য কাজ রয়েছে হাতে। সেই কারণেই তিনি এই ধারাবাহিক ছাড়তে চলেছেন। তবে এরপর তার জায়গায় কাকে দেখা যাবে সেই বিষয়ে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি চ্যানেলের তরফ থেকে।

Related Articles