জল্পনার অবসান, সোহমের জন্মদিনেই প্রেমের গুঞ্জনে সিলমোহর দিলেন ‘খড়ি’ সোলাঙ্কি!

টেলিভিশনের পর্দায় জনপ্রিয় মুখ হলেন শোলাঙ্কি রায় (Solanki Roy)। বর্তমানে তিনি টেলিভিশনের পর্দায় জনপ্রিয় ধারাবাহিক ‘গাঁটছড়া’-তে ‘খড়ি’ চরিত্রে অভিনয় করছেন। এই ধারাবাহিকে অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। প্রথম দিকে ধারাবাহিকটি বেশ জনপ্রিয় হয়ে উঠলেও বর্তমানে টিআরপি তালিকায় অনেকটাই পিছিয়ে পড়েছে এটি। ধারাবাহিকে অভিনয় করলেও শোলাঙ্কির ব্যক্তিগত জীবন নিয়ে যেনো সকলেরই মাথাব্যথা।
অভিনেতা সোহম মজুমদারের সঙ্গে তার নাম বারংবার জড়িয়ে পড়ছে। শোনা যাচ্ছে তারা একে অপরের সঙ্গে প্রেমের জোয়ারে ভেসে চলেছেন। আর তাই নিয়েই চর্চা তুঙ্গে রয়েছে। শোলাঙ্কি ধারাবাহিকে অভিনয়ের পাশাপাশি ওয়েব সিরিজেও নাম লিখিয়েছেন। আর সেই কারণে সৌরভ চক্রবর্তী পরিচালিত ‘সাড়ে সাইত্রিশ’-এ অভিনয় করছেন অভিনেত্রী। আর এখানে অভিনয় করতে এসেই আলাপ হয় সোহম ও শোলাঙ্কির।
এরপর থেকেই টলি পাড়ায় রীতিমতো গুঞ্জন শুরু হয়েছে তাদের দুজনকে নিয়ে। মাঝেমধ্যে তাদের দু’জনকে দেখা যায়। গত ৪ঠা এপ্রিল ছিল সোহমের জন্মদিন। প্রেমিকের জন্মদিনে একটি আদুরে ছবি সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করলেন শোলাঙ্কি। ছবিতে সোহমকে দেখা গিয়েছে হাসিমুখে। পাশে বসে মুখ ভেঙ্গিয়ে মিষ্টি হাসি দিয়েছেন শোলাঙ্কি।
সোহমের উদ্দেশ্যে ক্যাপশন ছুঁড়েছেন “শুভ জন্মদিন, তুমি সারাজীবন এমনই পাগল থেকো সোহম”। সোহমও ছবিটির উত্তর দিয়েছেন। শোলাঙ্কি গত ২০১৮ সালে শাক্য বসুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। কিন্তু কানাঘুষো শোনা যায়, সেই বিবাহিত জীবনের ইতি ঘটিয়ে শোলাঙ্কি নতুন করে প্রেমে পড়েছেন। যদিও শোলাঙ্কির সঙ্গে শাক্য ডিভোর্স হয়েছে কিনা তা সকলেরই অজানা৷ অপরদিকে সোহম কিংবা শোলাঙ্কি কেউই নিজেদের সম্পর্কে সিলমোহর দেননি৷ একে অপরের বন্ধু বলেই পরিচয় দেন তারা।