রূপে-গুণে ক্যাটরিনাকেও পাল্লা দেবে তাঁর বোন ইসাবেলা! দেখলে চোখ ফেরাতে পারবেন না
সৌন্দর্য্যের দিক দিয়ে বলিউডের তাবড়-তাবড় অভিনেত্রীদের হার মানাতে পারেন ক্যাটরিনা কাঈফের বোন ইসাবেলা কাঈফ! হয়তো অনেকেই জানেন না ক্যাটরিনার একজন সুন্দরী বোনও রয়েছেন। যিনি অভিনয় জগতের সাথে যুক্ত না হলেও সোশ্যাল মিডিয়ায় ভীষণই সক্রিয়। নিত্যদিন সেখানে ভাগ করে নেন নিজের নানান ছবি থেকে শুরু করে ভিডিও।
যার ফলে তার অনুরাগীর সংখ্যাও চোখে পড়ার মতোন। আর সুন্দরী হওয়ার পাশাপাশি তার ফ্যাশন সেন্সও দারুণ। তাইতো ভারতীয় হোক বা ওয়েস্টার্ন সব পোশাকেই বেশ সুন্দরী লাগে তাকে দেখতে। সম্প্রতি বেশ কিছু ছবি শেয়ার করে আলোচনায় উঠে এসেছেন তিনি। যা দেখে প্রশংসা করেছেন সকলে। অন্যদিকে দীর্ঘ ২০ বছর ধরে বলিউডের সাথে যুক্ত রয়েছেন ক্যাটরিনা।
প্রথমবার ২০০৩ সালে ‘বুম’ সিনেমার মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেছিলেন তিনি। যেখানে তার বিপরীতে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন। এরপর আর তাকে পেছন ফিরে তাকাতে হয়নি। কাজ করেছেন একাধিক সুপারহিট সিনেমায়। যদিও তার প্রথম সফল সিনেমা হলো ‘ম্যায়নে পেয়ার কিঁউ কিয়া।’
এরপর থেকেই সলমন খানের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক শুরু হয় তার। যদিও সেই সম্পর্ক বেশিদিন টেকেনি। শোনা যায় সালমান খানের ইনসিকিউরিটির কারণেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে বাধ্য হয়েছিলেন ক্যাটরিনা। অবশেষে ২০২১ সালে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিনেতা ভিকি কৌশলের সাথে। বর্তমানে সুখে সংসার করছেন তারা।