অবশেষে পারমানেন্ট বুকিং, কিয়ারাকে আদুরে চুমুতে ভরিয়ে বিয়ের অ্যালবাম শেয়ার করলেন সিদ্ধার্থ
“Ab hamara permanent booking hogayi hai”- ভালোবাসার এমন চিরকালীন চুক্তির জন্যই তো অপেক্ষা করেছিলেন বলি অনুরাগীরা। আর অবশেষে ভালোবাসার মাসের সেই অপেক্ষার অবসান। গত কয়েক বছরের গুঞ্জনকে সত্যি প্রমাণিত করে সাত পাকে বাঁধা পড়লেন সিদ্ধার্থ মলহোত্রা এবং কিয়ারা আদবানী।”শেরশাহ” ছবির মুক্তির পর থেকেই এই জুটিকে নিয়ে কম চর্চা হয়নি। বেশ কয়েক বছর ধরে তাদের প্রেমের গুঞ্জন চলেছে কিন্তু জনসম্মুখে কখনো নিজেদের সম্পর্কে কথা স্বীকার করেননি তারা।
এমনকি বিয়ের কানাঘুষোতেও মুখ খোলেননি। শেষে সব জল্পনার অবসান ঘাটিয়ে মঙ্গলবার অনুরাগীদের মুখে হাসি ফুটিয়ে গাঁটছড়া বেধে খুশির খবর দিলেন এই জুটি। বেশ কয়েক বছর ধরেই ট্রেন্ডে রয়েছে ডেস্টিনেশন ওয়েডিং আর সেই ট্রেন্ড মেনেই রাজস্থানের জয়সলমেরে সূর্যগড় দুর্গে বসেছিল তাদের রাজকীয় বিয়ের অনুষ্ঠান। মঙ্গলবার রাজকীয় অনুষ্ঠানের মাধ্যমে পরিবার বন্ধুদের উপস্থিতিতে চার হাত এক হয়েছে দুই তারকার।
ইতিমধ্যে নিজেদের বিয়ের খবর জানিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রথম ছবিও শেয়ার করে ফেলেছেন নববিবাহিত দম্পতি। ছবিতে দেখা যাচ্ছে বর-বধূ বেশে একে অপরের দিকে তাকিয়ে আনন্দের হাসি বিনিময় করছে, কখনো আবার স্বামীর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে অভিনেত্রী আবার আরেকটি ছবিতে দেখা যাচ্ছে একে অপরকে চুম্বন করতে ব্যস্ত তারা।
নিজেদের ভালবাসামাখা এই তিনটি ছবি শেয়ার করেই গাটছড়া বাধার সুখবর ঘোষনা করেছেন সিদ্ধার্থ ও কিয়ারা। সঙ্গে শেরশাহ জুটি তাদের ছবির জনপ্রিয় ডায়লগ যোগ করে ক্যাপশনে লিখেছেন ” আব হামারি পার্মানেন্ট বুকিং হো গেয়ি হে।” ” আমাদের আগামী সফরের আপনাদের আশীর্বাদ ও ভালোবাসা চাই।” নববিবাহিত দম্পতিকে শুভেচ্ছা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন সকলে।