Advertisements

জনসমক্ষে ক্যাটরিনার স্তনে হাত দিলেন সিদ্ধার্থ মালিয়া, ভাইরাল ভিডিও

Advertisements

রুপোলি জগত মানেই চোখধাধানো বিষয়, রূপালি জগতের মানুষদের চলাফেরা পোশাক জীবনযাত্রা সবকিছুই আমাদের আকৃষ্ট করে। কিন্তু এই বিনোদন ইন্ডাস্ট্রিতে কিছু আড়ালে থাকা অন্ধকার দিকও আছে। ঠিক যেমন সুশান্তের মৃত্যুর পর নেপোটিজম এর দিকটি উঠে এসেছিল ঠিক সেরকম অনেকেই আছেন যারা বলিউডে এসে যৌন হেনস্থার শিকার হয়েছে, আবার কিছু অশ্লীলতা নিদর্শনও মিলেছে।

বিভিন্ন সময় বিভিন্ন আড়াল করা তথ্য নজরে এসেছে, কারোর গোপন ভিডিও ফাস আবার me too এর মাধ্যমে প্রতিবাদে নানান ঘটনার গল্প কোনো কিছুই অজানা নয় এবার ক্যাটরিয়া কাইফের সাথে সিদ্ধার্থের একটি ভিডিও ঘিরে নানান মন্তব্য ধেয়ে এসেছে। ভাবছেন তো কি এমন আছে ভিডিওটি!

একটা সময় সালমান খানের সাথে ক্যাটের মধ্যে যে সম্পর্ক ছিল তার জানতে বাকি ছিল না কারো। কিন্তু বিচ্ছেদের পর ক্যাটরিনার নিজেমুখেই জানিয়েছিলেন শারীরিক অত্যাচারের ভয়ে বিয়ে করেননি সলমানকে। এ ছাড়াও বহুবার ক্যাটরিয়াকে চড় মারার খবর সামনে আসে। যা অতি নিন্দনীয় ব্যাপার।

এবার ক্যাটরিনা আর সিদ্ধার্থ মলহোত্রার একটি ভিডিও জুড়ে এরকম নিন্দা উঠে এসেছে। যদিও ঘটনাটি 2011 সালে তবু তা পুনরায় ভাইরাল হয়েছে। সেখানে একটি পার্টিতে তাদের দুজনকে একসাথে দেখা গিয়েছিল। সেই পার্টিতে ক্যাটরিনার একটি সাদা পোশাক পরেছিলেন আর সেখানেই সিদ্ধার্থ মালহোত্রা ক্যাটরিনাকে আলিঙ্গন করার সময় তার পোশাকের ভিতর দিয়ে বক্ষে হাত দেয়।

একটি ছবিতে স্পষ্টতই এই ঘটনা চোখে পড়ে। এই ঘটনার ভিডিওও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হতেই ভাইরাল হয়। নিন্দায় ভরে যায় কমেন্ট বক্স। আর ঘটনায় ফের আবার ভাইরাল।

Related Articles