বিয়ের আগেই প্রেগন্যান্ট বিতর্ক উড়িয়ে সুখবর দিলেন কিয়ারা আডবানি
খুব শীঘ্রই এবার সুখবর দিতে চলেছেন সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবানি, সম্প্রতি এমনটাই জানা গিয়েছে। বলিউড ইন্ডাস্ট্রির তারকাদের নিয়ে উত্তেজনার শেষ থাকে না দর্শকদের। তাদের কেরিয়ারের পাশাপাশি ব্যক্তিগত জীবনও উঠে আসে লাইমলাইটে। তারা কী করছেন, কোথায় যাচ্ছেন সব বিষয়ই থাকে হট টপিক।
এই যেমন কিছুদিন আগে তাদের বিয়ে নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এমনকি বলা হয়েছিল যেহেতু তিনি বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন তাই নাকি হঠাৎ করে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন কিয়ারা। বিষয়টা নিয়ে চর্চা বন্ধ হয়ে গেলেও সম্প্রতি আরেক তথ্য উঠে এসেছে। জানা গিয়েছে বিয়ের পর এবার সুখবর দিতে চলেছেন এই দুটি।
আমাদের সমাজে বিবাহ পরবর্তী সুখবর বলতে একমাত্র সন্তানের আগমনের বিষয়টিকেই ধরা হয়। তবে এই বিষয়টি অন্য কারণ, সন্তান আগমন নয় বরং তাদের একটি সিনেমা আগমনের কথা জানা গিয়েছে। বিয়ের পর এবার একসাথে তারা জুটি বাঁধতে চলেছেন করণ জোহরের একটি সিনেমায়। এর আগে তাদের দেখা গিয়েছিল ‘শেরশাহ’ নামক সিনেমায়।
তাদের রসায়ন এতোটাই গভীর ছিল যে দর্শকেরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন কবে আবার তাদের একসঙ্গে দেখা যায়। খুব শীঘ্রই হয়তো সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। উল্লেখযোগ্য, কিছুদিন আগেই রাজস্থানের ‘সূর্যগড়’ প্যালেসে কাছের মানুষদের উপস্থিতিতে বিবাহ করেছেন এই জুটি। এরপর তাদের গ্র্যান্ড রিসেপশনে ‘চাঁদের হাট’ বসে গিয়েছিল।