বিনোদন

রাজপুত্রকে দেখেই আপ্লুত দেবশ্রী, খোলা চিঠি লিখলেন শুভশ্রীর দিদি

Advertisement
Advertisement

চক্রবর্তী পরিবারের বইছে খুশির হাওয়া। কঠিন সময় সেখানে উপস্থিত হয়েছে একটি নতুন অতিথি। ‘মা’ হয়েছেন রাজ ঘরণী শুভশ্রী। গত শনিবার টলিউডে খুশির হাওয়া বইয়ে পুত্র সন্তানের মা হলেন শুভশ্রী ও বাবা হলেন পরিচালক রাজ। আর এবার শুভশ্রীর একরত্তি ছেলে যুবানের জন্য চিঠি লিখলেন তার মাসি। গত শনিবার বেলা দেড়টা নাগাদ কলকাতার এক বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন শুভশ্রী। রাজ-শুভশ্রী তাদের ছেলের নাম রেখেছে যুবান চক্রবর্তী। বহুদিনের প্রতীক্ষার পর ছোট্ট যুবানকে দেখে আপ্লুত হয়ে যায় শুভশ্রীর দিদি দেবশ্রী গঙ্গোপাধ্যায়। সেই ছোট্ট যুবানকে ভালোবাসা মাখানো চিঠি দিল তার মাসি।

কিছু দিন আগেই রাজের সাথে যুবানের একটি ভিডিও ভাইরাল হয়। ভাইরাল সেই ভিডিওতে দেখা যায়রাজ তার ছোট্ট ছেলেকে বলছে, ‘আমার বেবি,মাই লাভ’। ছোট্ট যুবান বাড়িতে গিয়ে যেন জেগে থাকে, সেকথাই তাকে বোঝানোর চেষ্টা করছিলেন রাজ। পাশ থেকে শোনা যায় শুভশ্রীর গলাও। সে যুবানের উদ্দেশ্যে বলে ‘শুনছে’। আর এবার যুবানকে চিঠি লিখলেন তার মাসি। আসুন পড়ে নেওয়া যাক মাসির লেখা সেই চিঠি।

চিঠিতে তার মাসি লিখেছেন ‘স্নেহের যুবান, তুমি যখন এলে সালটা ২০২০। পুরো পৃথিবী এক আকাশ জুড়ে যখন কালো মেঘ তোমার মা তুমি আসার মত আনন্দের খবর টা দিল ।আনন্দে কেঁদে ফেলেছিলাম সেদিন। আমার সেই ছোট্ট বোন সে আবার মা হতে চলেছে। ১৬ বছর পর বাড়িতে একটা ছোট্ট মানুষ আসছে। তারপরই এল করোনা নামের এই বিষাক্ত রোগ ,আমরা ভয়ে কুকড়ে থাকতাম তোমার কথা ভেবে। আমফান নামের ঝড় এসে সমস্ত গাছবাড়ি যখন উড়িয়ে নিয়ে গেল তোমার মায়ের সে কি মন খারাপ ,নিজের বাচ্চাকে কি সেই পুরনো কলকাতা ফিরিয়ে দিতে পারবে ? চারদিকে শুধুই খারাপ খবর। কত মানুষ তাদের প্রিয় মানুষদের হারিয়ে ফেলছে। মাতৃগর্ভে তুমি। রোজ একটা করে দিন গুনছি কখন তুমি আসবে ,আমাদের পরিবারের সবচেয়ে দুঃখের ঘটনাটা ঘটে গেল ২৮ আগস্ট। তোমার ঠাকুরদাদা ,
আমাদের মেসোমশাই বৈতরণী পার করলেন ,ছেড়ে গেলেন আমাদের। তোমাকে না দেখে যাওয়ার কষ্ট ওনার মত আমরাও পেলাম। যেদিন প্রথম কম্পিউটার (USG) এর ভেতর থেকে তোমাকে দেখলাম ,কখন একটু ছুঁয়ে দেখবো শুধু সেই দিন গুনতে লাগলাম।

১২ সেপ্টেম্বর এর আগের রাতে ঘুম এলো না শুধু তুমি আসবে বলে ,এক্সাইটমেন্ট ,টেনশন সব মিলিয়ে একটা mixed feelings. OT র সময় হসপিটালে বসে থাকা ,তোমার দাদুর হরে কৃষ্ণ মন্ত্র জপ ,ছেলে হবে না মেয়ে সেই মেয়ে তর্ক ,সব মিলিয়ে একটা অদ্ভুত উত্তেজনা ,তারপর সেই প্রতীক্ষাময় কল টা পেলাম ,তোমার বাবা খবর দিলেন ,ছেলে হয়েছে। ব্যাস; ঋষি দাদার একটা ছোট্ট ভাই হয়েছে ,আমি জানতাম তুমি ই আসবে । আমার বিশ্বাস আজকের পর থেকে সব ভালো হবে। তুমি যে আমাদের নান্হা শিব। অপেক্ষা কখন তোমার একটা ছবি দেখব ,এলো সেই মুহূর্ত। ছবিতে দেখলাম ফর্শা , লম্বা নাক , আমার থেকেও লম্বা চুল , সব মিলিয়ে একটা যেন জ্যোতি বেরোচ্ছে।সকাল-বিকেল অপেক্ষা করতাম কখন তোমার একটা ফটো বা ভিডিও আসবে ।সেটাকেই বারবার দেখতাম ।কি সুন্দর তুমি ইউভ ।আমাদের বেবি ,আমাদের সানশাইন। কাল যখন প্রথম তোমাকে কোলে নিয়ে মনে হলো এর চেয়ে সুন্দর মুহূর্ত আর কিছু হতে পারে না ।ঋষি দাদা কে যখন প্রথম কোলে নিয়েছিলাম ,এই রকম অনুভূতি হয়েছিল। সারাক্ষণ শুধু ঘুনু করলে হবে ? উঠে পড়ো । Twinkle Twinkle Little Star বলতে হবে তো আমার সাথে ..অনেক ভালোবাসা ,
মামমাম’।

View this post on Instagram

স্নেহের য়ুভান , তুমি যখন এলে সালটা ২০২০।পুরো পৃথিবী এক আকাশ জুড়ে যখন কালো মেঘ তোমার মা তুমি আসার মত আনন্দের খবর টা দিল ।আনন্দে কেঁদে ফেলেছিলাম সেদিন। আমার সেই ছোট্ট বোন সে আবার মা হতে চলেছে ।16 বছর পর বাড়িতে একটা ছোট্ট মানুষ আসছে । তারপর ই এল করোনা নামের এই বিষাক্ত রোগ ,আমরা ভয়ে কুকড়ে থাকতাম তোমার কথা ভেবে। আম্ফান নামের ঝড় এসে সমস্ত গাছবাড়ি যখন উড়িয়ে নিয়ে গেল তোমার মায়ের সে কি মন খারাপ ,নিজের বাচ্চাকে কি সেই পুরনো কলকাতা ফিরিয়ে দিতে পারবে ?চারদিকে শুধুই খারাপ খবর ।কত মানুষ তাদের প্রিয় মানুষদের হারিয়ে ফেলছে । মাতৃগর্ভে তুমি। রোজ একটা করে দিন গুনছি কখন তুমি আসবে , আমাদের পরিবারের সবচেয়ে দুঃখের ঘটনাটা ঘটে গেল 28th আগস্ট ।তোমার ঠাকুরদাদা , আমাদের মেসোমশাই বৈতরণী পার করলেন ,ছেড়ে গেলেন আমাদের ।তোমাকে না দেখে যাওয়ার কষ্ট ওনার মত আমরাও পেলাম । যেদিন প্রথম কম্পিউটার (USG) এর ভেতর থেকে তোমাকে দেখলাম ,কখন একটু ছুঁয়ে দেখবো শুধু সেই দিন গুনতে লাগলাম। 12th সেপ্টেম্বর এর আগের রাতে ঘুম এলো না শুধু তুমি আসবে বলে ,এক্সাইটমেন্ট ,টেনশন সব মিলিয়ে একটা mixed feelings. OT র সময় হসপিটালে বসে থাকা ,তোমার দাদুর হরে কৃষ্ণ মন্ত্র জপ ,ছেলে হবে না মেয়ে সেই মেয়ে তর্ক ,সব মিলিয়ে একটা অদ্ভুত উত্তেজনা ,তারপর সেই প্রতীক্ষাময় কল টা পেলাম ,তোমার বাবা খবর দিলেন ,ছেলে হয়েছে। ব্যাস; ঋষি দাদার একটা ছোট্ট ভাই হয়েছে ,আমি জানতাম তুমি ই আসবে । আমার বিশ্বাস আজকের পর থেকে সব ভালো হবে ।তুমি যে আমাদের নান্হা শিব । অপেক্ষা কখন তোমার একটা ছবি দেখব ,এলো সেই মুহূর্ত। ছবিতে দেখলাম ফর্শা , লম্বা নাক , আমার থেকেও লম্বা চুল , সব মিলিয়ে একটা যেন জ্যোতি বেরোচ্ছে ।সকাল-বিকেল অপেক্ষা করতাম কখন তোমার একটা ফটো বা ভিডিও আসবে ।সেটাকেই বারবার দেখতাম ।কি সুন্দর তুমি ইউভ ।আমাদের বেবি ,আমাদের সানশাইন। কাল যখন প্রথম তোমাকে কোলে নিয়ে মনে হলো এর চেয়ে সুন্দর মুহূর্ত আর কিছু হতে পারে না ।ঋষি দাদা কে যখন প্রথম কোলে নিয়েছিলাম ,এই রকম অনুভূতি হয়েছিল । সারাক্ষণ শুধু ঘুনু করলে হবে ? উঠে পড়ো । Twinkle Twinkle Little Star ⭐️ বলতে হবে তো আমার সাথে …… অনেক ভালোবাসা , মামমাম ♥️♥️♥️ #YuvaanChakrabarty #thebestmomentof2020 #lifeisbeautifulwithyou #omnamahshiva? @rajchoco @subhashreeganguly_real

A post shared by Deboshree Ganguly (@ganguly.deboshree) on

যদিও চলতি বছরটা রাজের পরিবারের জন্য খুব একটা ভালো ছিল না। কারণ বেশ কিছুদিন আগেই রাজ চক্রবর্তী করোনা আক্রান্ত হয়েছিলেন। শুধু তাই না পিতৃ বিয়োগ ঘটে রাজের। ফলে চক্রবর্তী পরিবারের উপর নেমে আসে দুঃখের ছায়া। তবে কথায় বলে খারাপ সময় কেটে গেলেই একদিন ভালো সময় আসবে। এখন সেই ভালো সময় নতুন অতিথির আগমনে সেই সব খারাপ সময় কাটিয়ে খুশির হাওয়া দুই পরিবারের সদস্যদের মধ্যে। আসুন এবার দেখে নেওয়া যাক রাজ ও তার ছোট্ট ছেলের কথোপকথনের সেই ভিডিও।

Web Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles