দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে দেবশ্রী, নিজের হাতে দিদিকে কনে সাজালেন শুভশ্রী গাঙ্গুলি, রইল ভিডিও

এতদিন পর যেন পারিবারিক ছবি সম্পূর্নতা পেল। বোনের বিয়ে আগেই হয়ে গেছে এবার দিদি বসলো বিয়ের পিড়িতে। বলা হচ্ছে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের এর দিদি দেবশ্রী গঙ্গোপাধ্যায় এর কথা। দ্বিতীয়বার বিয়ের পিড়িতে বসলেন তিনি। কিন্তু শ্যালিকার বিয়ে বলা কথা এমনিতেই জামাইবাবু আর শ্যালিকার মধ্যে সম্পর্কটা আধি ঘারওয়ালির মতো কিন্তু সেই প্রিয় শ্যালিকার বিয়েতেই অনুপস্থিত জামাইবাবু!! হ্যা হ্যা রাজ চক্রবর্তী কথায় হচ্ছে।
আসলে রাজনীতির ময়দানে নাম লিখিয়েছেন রাজ। তাইতো বর্তমানে পরিচালক মশাইয়ের কাধে এখন বিশাল বড় দায়িত্ব। নির্বাচনী প্রচারে ব্যস্ত তিনি আর তাই তো বড়দিদির বিয়ের সব দ্বায়িত্ব একাই পালন করছে শুভশ্রী।
2 এপ্রিল শুক্রবার সাতপাকে বাধা পড়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের দিদি দেবশ্রী। সাত বছরের বন্ধুত্ব আর 28 দিনের প্রেম পর্ব সেরে প্রাক্তন সহকর্মী অমিত ভাটিয়া কে বিয়ে করেছেন দেবশ্রী। প্রেম কয়েকদিনের হলেও দীর্ঘদিনের বন্ধুত্ব হওয়ায় সম্পর্ককে বৈবাহিক ভাষা দিতে সময় লাগেনি তাদের।
এইদিন সাদা ও দুধে আলতা বেনারসিতে সেছে উঠেছিলেন দেবশ্রী। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি উঠে এসেছে যেখানে দেখা যাচ্ছে দিদিকে বিয়ের দিন নিজের হাতে সাজিয়ে দিয়েছে শুভশ্রী। দিদির বিয়ের সমস্ত দায়িত্ব যেন নিজের হাতে পালন করছেন। এছাড়াও দিদির বিয়ের নানান মুহুর্তের ভিডিও কোলাজ করে পোস্ট করেছেন শুভশ্রী। রবিবার নিজের ইনস্ট্রাগ্রামে এটি পোস্ট করতে ভাইরাল হয়েছে নিমেষে। দুই বোনের এই আদুরে ঝলক দেখে আবেগী হয়ে গেছেন নেটজনতারাও।