স্লিভলেস লাল পোশাকে সকলের নজর কাড়লেন “বং ক্রাশ” শুভশ্রী, দেখে হুঁশ উড়ল অনুরাগীদের

টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি (Shubhasree Ganguly) এর আগে বড় পর্দায় একাধিক ছবিতে অভিনয় করলেও এবার প্রথম ‘হইচই’ প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে ওয়েব সিরিজ দুনিয়ায় প্রবেশ করেছেন। তার অভিনীত ‘ইন্দুবালা ভাতের হোটেল’ ওয়েব সিরিজ এখনও পর্যন্ত তার অভিনয় দুনিয়ায় অন্যতম মাইলস্টোন বলা যেতে পারে। ইতিমধ্যে ওয়েব সিরিজটি বেশ জনপ্রিয় ও প্রশংসিত হয়েছে। একপ্রস্ত সাকসেস পার্টি হয়ে গিয়েছে এই ওয়েব সিরিজের সাফল্য ঘিরে।
শুভশ্রী এর পাশাপাশি জি বাংলার রিয়েলিটি শো ‘ড্যান্স বাংলা ড্যান্স’-এর বিচারক আসনে আসীন। সেখানেও তাকে দেখা যায় নানান স্টাইলিশ পোশাকে। সম্প্রতি নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি রিল ভিডিও পোস্ট করলেন তিনি। শুভশ্রীর শেয়ার করে নেওয়া রিল ভিডিওতে ইতিমধ্যে প্রচুর মানুষ প্রশংসা জানিয়েছেন। শেয়ার করা রিলে শুভশ্রীকে দেখা গিয়েছে লেহেঙ্গা ও চোলিতে।
লেহেঙ্গা ও চোলিতে রয়েছে সিকুইনের কাজ। ভি নেকলাইন চোলির নীচের অংশে কোমরের কাছে দেখা গিয়েছে ফিতের ডিজাইন। লেহেঙ্গাটি ফ্লেয়ারড ও লেহেঙ্গা ও চোলির দোপাট্টা সাধারণ এবং ট্রান্সপারেন্ট। এছাড়া রয়েছে সামান্য সিকুইনের কাজ। এমন জমকালো পোশাকের সঙ্গে জমকালো সাজ সেজেছেন অভিনেত্রী। পোশাকের সঙ্গে মানানসই করে পরেছেন স্টোন স্টাডেড মাঙ্গটিকা।
হাতে পরেছেন স্টোন স্টাডেড বালা। কানে পরেছেন ইয়ার রিং। আঙুলেও বাদ যায়নি জমকালো আংটিতে আঙুল সাজিয়ে তুলতে। লাল রঙের স্টোন বসানো আংটিতে সাজিয়েছেন হাত। পোশাক ও গয়নার পর অভিনেত্রীর সাজও তেমন জমকালো। চোখে ন্যুড মেকাপ ও ঠোঁটে লাল রঙের লিপস্টিকে অনন্যা হয়ে উঠেছেন তিনি। আর এমন সাজে একাধিক পোজে ছবি তুলেছেন তিনি।
চারিদিকে দেখা গিয়েছে ডিস্কো বল দিয়ে সাজানো। তার মধ্যে দিয়ে কখনও হেঁটে এসেছেন তিনি। এই রিল ভিডিও পোস্ট করে অভিনেত্রী হিন্দিতে লিখেছেন, তার প্রাণ। ক্যাপশনের সঙ্গে তিনি লাল রঙের হার্ট ইমোজি জুড়ে দিয়েছেন। আর এই ভিডিওটির কমেন্ট বক্সে টলি পাড়ার অনেকেই প্রশংসা জানিয়েছেন। গায়িকা ইমন চক্রবর্তী বলেছেন, “সুহাসিনী রাকা”।
বর্তমানে শুভশ্রী-পুত্রের বয়স দুই বছর। এরই মাঝে একাধিক ছবি ও ওয়েব সিরিজ মুক্তি পেয়েছে অভিনেত্রীর। রাজ চক্রবর্তীর পরিচালনায় মুক্তি পেয়েছে ‘ধর্মযুদ্ধ’ ও ‘হাবজি গাবজি’। এছাড়া পরিচালক ইন্দ্রনীল দাশগুপ্ত পরিচালিত ছবি ‘বিসমিল্লাহ’-তে অভিনেত্রী শুভশ্রীকে দেখা গিয়েছে। ‘বৌদি ক্যান্টিন’ ছবিতেও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে শুভশ্রীকে। এবার অভিনেত্রী থেকে প্রযোজক হিসেবে রাজ চক্রবর্তী পরিচালিত ওয়েব সিরিজ ‘আবার প্রলয়’-এ ডেবিউ করতে চলেছেন শুভশ্রী।