Advertisements

পরিবারে আসছে নতুন অতিথি, বন্ধুদের সঙ্গে প্রথম সাধ খেলেন Shreya Ghoshal, রইল সমস্ত ছবি

Advertisements

চারিদিকে করোনা আর ভোটের দামামার মাঝে কিছু খবর যেন মন ভালো করে দেয়। আসলে প্রিয় অভিনেতা অভিনেত্রী বা গায়ক গায়িকাদের প্রতি ফ্যানেদের ভালোবাসা কেবলমাত্র অভিনয় আর গানের মধ্যেই সীমাবদ্ধ থাকে না মানুষ হিসেবে তারা আমাদের মন জয় করে নেন। তাইতো তাদের আপকামিং কাজ ছাড়াও তাদের অন্দরমহলের খুশির খবর এলে তা আমাদেরও আনন্দ দেয়। আর এখন সেই খুশির আবহই চলছে।

কিছুদিন আগেই মা হয়েছেন অনুষ্কা করিনা এবার মা হওয়ায় গুড নিউজ দিয়েছেন ভারতীয় সংগীতজগতের অন্যতম বড় নক্ষত্র শ্রেয়া ঘোষাল। আসলে এই খবর কিছুদিন আগেই ভাগ করে নিয়ে অনুগামীদের থেকে শুভেচ্ছা চেয়েছিলেন তিনি। আর এবার নিজের সাধের মুহুর্তও ভাগ করে নিলেন ফ্যানেদের সাথে।

সম্প্রতি গায়িকা তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে কয়েকটি ছবি পোস্ট করেছে যেখানে তাকে মামি টু বি প্ল্যাকার্ড হাতে সামনের টেবিল জোড়া খাবার সাজিয়ে ছবি তুলতে দেখা যাচ্ছে। কখনো নিজের ভঙ্গিমায় ছবি তুলেছেন কখনো আবার বান্ধবীদের সাথে ভিডিও কলের স্কিনশর্ট পোস্ট করেছেন।

আসলে এখন করোনা আবহে দূরে বসে ভিডিওকল ভরসা তাইতো সামাজিক দূরত্ব বজায় রেখেই বেবি শাওয়ার এর আয়োজন করেছে শ্রেয়া কাছের বান্ধবীরা। কেউ পাঠিয়েছেন নিজের হাতের তৈরী খাবার কেউ পাঠিয়েছেন প্লাটার। খাওয়া খেলার মধ্যে দিয়েই অনলাইনেই চুটিয়ে উপভোগ করেছেন একসাথে।

গায়িকাও এতসুন্দর মুহুর্ততে আবেগিত হয়ে পড়েছেন। তাইতো ক্যাপশন নিজের অনুভূতি প্রকাশ করে লিখেছেন যখন বন্ধুরা ঠিক করে দূর থেকে প্যাম্পার করবে। অনলাইনে অবাক করার মতো বেবি শাওয়ার আমার মিষ্টি বাওরেসদের থেকে।

Related Articles