বিনোদনভাইরাল ভিডিও

সম্পূর্ণ খালি গলায় অসাধারন গান গাইলেন শ্রেয়া ঘোষাল, শুনে মুগ্ধ ভক্তরা

সম্প্রতি এবার খালি গলায় গান গেয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হলেন জনপ্রিয় সংগীত শিল্পী শ্রেয়া ঘোষাল। এই বঙ্গতনয়াকে নিয়ে নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না। বলিউড হোক বা টলিউড সবেতেই রাজত্ব করছেন তিনি। শুধু তাই নয় বাংলা, হিন্দি ছাড়াও একাধিক ভাষায় গান গাইতে শোনা গিয়েছে তাকে।

যার ফলে তার জনপ্রিয়তা এখন দেশব্যাপী। এছাড়া বিদেশেও তার খ্যাতি ছড়িয়ে পড়েছে। যার ঝলক আমরা মাঝেমধ্যেই দেখতে পাই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। যেখানে বিভিন্ন দেশে গানের শো করতে যান তিনি। সম্প্রতি সেরকমই একটি ভিডিও ভাইরাল হয়েছে। তবে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নয়।

অন্য একটি ইনস্টাগ্রাম পেজে সেই ভিডিওটি পোস্ট করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে খালি গলায় অসাধারণভাবে গান গাইছেন তিনি। ভিডিওটিতে থাকে ‘তুঝে ভি চাঁদ’ গানটি গাইতে দেখা গিয়েছে। যেটি ইতিমধ্যে দেখে ফেলেছেন সাত লাখেরও বেশি মানুষ। সকলেই তার গান শুনে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। উল্লেখযোগ্য, খুব কম বয়স থেকে গানের তালিম নেওয়া শুরু করেন এই শিল্পী।

এরপর মাত্র ১৮ বছর বয়সে ‘দেবদাস’ সিনেমার মাধ্যমে বলিউডে যাত্রা শুরু হয় তার। আর তাকে পেছন ফিরে তাকাতে হয়নি। কাজ করেছেন একাধিক সিনেমায়। যার দ্বারা লাভ করেছেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড থেকে শুরু করে আরও জাতীয় পুরস্কার। অন্যদিকে মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় নিজের গানের একাধিক ভিডিও ভাগ করে নেন তিনি। সেগুলোও সমান জনপ্রিয়তা পায় দর্শকদের কাছে।