পরিবারে আসছে নতুন সদস্য, ফের বেবি বাম্পের ছবি পোস্ট করে কি বার্তা দিলেন শ্রেয়া ঘোষাল

সঙ্গীত জগতের অন্যতম উজ্জ্বল নক্ষত্র শ্রেয়া ঘোষাল নিজের বিয়ের ৬ বছর পর হতে চলেছেন মা, আর সেই নিয়ে বেশ এক্সাইটেড তিনি। আগাগোড়া ব্যক্তিগত জীবন নিয়ে আড়ালে-আবডালে থাকলেও নিজের মাতৃত্বকালীন প্রতিটা অনুভূতি কে ভাগ করে নিচ্ছেন নিজের অনুরাগীদের সাথে।
বেশ কিছুদিন আগে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শ্রেয়া জানিয়েছিলেন নিজের মা হওয়ার খবর, তারপরেই তার অনুরাগীরা শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছিলেন সঙ্গীত সম্রাজ্ঞীকে। আর এবার আবারো নিজের মাতৃত্বকালীন ফটো শ্রেয়া তুলে ধরলেন সোশ্যাল মিডিয়ায়।
২০১৫ সালে নিজের ছোটবেলার বন্ধু শিলাদিত্য মুখোপাধ্যায় কে ১০ বছর ডেট করার পর বিয়ে করেন শ্রেয়া, তবে বিয়েটা ছিল একেবারেই চুপিসারে। তবে বিয়ে চুপিসারে করলেও নিজের সন্তান আসার খুশি কে সকলের সাথে ভাগ করে নিতে চাইছেন শ্রেয়া। কিছুদিন আগেও নিজের মায়ের জন্মদিন পালন করতে দেখা গিয়েছে তাকে।
আর এবার জানালেন নিজের মা হওয়ার অনুভূতি। নিজের শরীরের ভেতর আরেকটা ছোট্ট জীবনের ধীরে ধীরে বেড়ে ওঠা টের পাচ্ছেন শ্রেয়া। আর সেই সুন্দর অনুভূতি তিনি ভাগ করে নিলেন সকলের সাথে।
সম্প্রতি শ্রেয়া নেট মাধ্যমে স্বামী শিলাদিত্যের তুলে দেওয়া নিজের কিছু ছবি আপলোড করে লেখেন ‘জীবনের সবথেকে সুন্দর অধ্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছি ,ভগবানের তৈরি এটা একটা ঐশ্বরিক মিরাকেল।’ ফটো গুলিতে ধূসর রঙের লং ড্রেসের সাথে হালকা গয়না এবং খোলা চুলে মোহময়ী শ্রেয়া, তবে সবকিছুকে ছাপিয়ে গিয়েছে তার মাতৃত্বকালীন লালিত্য।