মেরে খাবো মে জো আয়ে, ফাঁকা ঘরে দুধসাদা তোয়ালে পরে উদ্দাম নাচ কাঞ্চনের চর্চিত প্রেমিকা শ্রীময়ীর, ভাইরাল ভিডিও

Advertisement

ছোটপর্দার জনপ্রিয় খলনায়িকা তিনি! অন্যদিকে বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন মল্লিকের চর্চিত প্রেমিকাও বটে। এককথায় তিনিও একজন অভিনয় জগতেরই মানুষ। হ্যাঁ, কথা হচ্ছে জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজকে নিয়ে। সম্প্রতি তিনি তাঁর ইনস্টাগ্রামে হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন যা দেখে দর্শকদের মনে প্রশ্ন জেগেছে, কেবলই কি শুটিংয়ের খাতিরে? নাকি নিজের শখ পুরনে এমন কাজ করছেন অভিনেত্রী?

Advertisements

Advertisements

যতই দিন যাচ্ছে ততই যেন বোল্ড হয়ে উঠছেন টেলিভিশন জগতের এই খলনায়িকা। কখনো বাথটাবে শুয়ে কেবল অন্তর্বাস পরিহিত ছবি পোস্ট করছেন তো আবার কখনো বা সুইমিংপুলে ঘাম ঝরানো হট অবতারে জলকেলিরত ভিডিও শেয়ার করে নেটিজেনদের মনে শিহরণ জাগিয়ে তুলছেন। এককথায় শরীরী আদবে নেটদুনিয়ার উত্তাপ দিনকেদিন বাড়িয়েই চলেছেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ।

তবে সম্প্রতি সমস্ত সীমা অতিক্রম করে ইনস্টাগ্রামে ধরা দিলেন একেবারেই অন্তরঙ্গ বোল্ড অবতারে। “দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে” সিনেমার জনপ্রিয় গান “মেরে খাবো মে জো আয়ে” গানের তালে অবিকল কাজলের মতোই তোয়ালে পরে সম্যক ভঙ্গিতে নাচ করলেন অভিনেত্রী। সিক্ত শরীর, ভেজা চুলে এদিন অভিনেত্রীকে যেন আরও লাস্যময়ী দেখাচ্ছিলো। স্বাভাবিকভাবেই ভিডিওটি প্রকাশ্যে আসতে হইচই পড়ে যায় সামাজিক মাধ্যমে।

একদল নেটিজেন তার প্রশংসায় পঞ্চমুখ হলেও ওপর একাংশের নীতি পুলিসির ঘেরাটোপে পড়ে যান অভিনেত্রী। কেউ কমেন্ট করেন, “এসব করতে লজ্জা করে না?” তো কেউ আবার লেখেন, “কাজ পাচ্ছে না বলে সোশ্যাল মিডিয়ায় এসব করছে।” অনেকে তো আবার চর্চিত প্রেমিক কাঞ্চনের প্রসঙ্গ তুলে তুলোধোনা করেন অভিনেত্রীকে। তবে এইসব সমালোচকদের সমালোচনাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে বিন্দাস মোডেই রয়েছেন শ্রীময়ী!

Related Articles