আপনার স্তন্যপান করানোর ভিডিও দেখান, ভক্তের আবদারে কড়া ডোজ অভিনেত্রী নেহা ধুপিয়ার, রইল ছবি

বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া নিজের নির্ভীক এবং বোল্ড ব্যক্তিত্বের জন্য পরিচিত, নেহা আগাগোড়াই বেশ মুখচোরা, স্পষ্ট কথা বলতে কষ্ট নেই অভিনেত্রীর, আর তা আরো একবার প্রমাণ পাওয়া গেলো। সম্প্রতি নেহার কাছে এক ব্যক্তি অভিনেত্রীর স্তন্যপান করানোর ভিডিও দেখতে চান, আর সেই মন্তব্যের যোগ্য জবাব দিলেন অভিনেত্রী।
অভিনেত্রী নেহা ধুপিয়া ২০০২ সালে মিস ইন্ডিয়ার খেতাব জেতেন, এরপরই বলিউডে পদার্পণ করেন অভিনেত্রী। ধীরে ধীরে বলিউডে নিজের পাকাপোক্ত জায়গা তৈরি করে ফেলেন নেহা। ২০১৮ সালে নিজের থেকে ছোট অভিনেতা অঙ্গদ বেদি কে চুপিসারে বিয়ে করেন নেহা। একটি গুরুদুয়ারাতে কাছের কিছু বন্ধু এবং পরিজনদের নিয়ে অঙ্গদ এবং নেহার বিয়ের আসর বসেছিল । বিয়ের কিছুদিনের মধ্যেই নেহার অন্তঃসত্ত্বার খবর আসতেই শুরু হয়েছিল ট্রোল। অনেকেই বলেছিলেন বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়েগিছিলেন নেহা আর সেই কারণেই চুপিসারে বিয়ে করেছিলেন তিনি।
নেহা অবশ্য এই সব মন্তব্যকে ডোন্ট কেয়ার করে উড়িয়ে দিয়েছিলেন। সন্তান জন্মের কিছুদিনের মধ্যেই ফিরেছিলেন শুটিংয়ে। এমটিভি’র জনপ্রিয় শো রোডিজে মেন্টরের ভূমিকায় দেখা যায় নেহাকে। সন্তান জন্মের পরেও একই রকম নিজেকে ফিট এবং মেনটেন রেখেছেন অভিনেত্রী। তবে সবকিছুর ঊর্ধ্বে গিয়েও তিনি একজন মা তা মনে রেখেছেন নেহা। আর তাই নিজের মেয়েকে কেন্দ্র করে ইনস্টাগ্রামে তার বিভিন্ন পোস্ট উঠে আসে মাঝে মধ্যেই। সম্প্রতি তেমনই এক পোস্ট ইনস্টাগ্রামে দিয়েছিলেন অভিনেত্রী, যার ফলে শুনতে হলো তাকে কুরুচিকর মন্তব্য।
নেহা সম্প্রতি নিজের মেয়েকে বেস্ট ফিডিং করানোর একটি ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন, ছবিটি অবশ্য বেশ কিছু দিনের পুরনো। ছবিটি পোস্ট করে নেহা ক্যাপশনে লেখেন, যখন কেউ সদ্য মা হন, তখন তার অনুভূতি বোঝা কারোর পক্ষে সম্ভব নয়। একমাত্র সেই মা নিজেই তার অনুভূতি বুঝতে পারেন। যখন মা হওয়ার পর সকলে খুশি খুঁজে পান, তখন মায়ের দায়িত্ব, কর্তব্য সব পালন করতে ব্যস্ত হয়ে পড়েন একজন নারী। নেহার এই ছবির মধ্যেই এক ব্যক্তি অশ্লীল মন্তব্য করেন অভিনেত্রীকে, আর তারই যোগ্য জবাবে নেহা সেই মন্তব্যের স্ক্রিনশট তুলে সেই ব্যক্তির উদ্দেশ্যে লেখেন, একজন মা যখন ইচ্ছা এবং যেকোনো স্থানে তার শিশুকে স্তন্যপান করাতে পারেন, স্তন্যপান করানোর সঙ্গে যৌনতার কোনো যোগাযোগ নেই।