শেষ তিন বছরের সম্পর্ক! হঠাৎ কি কারণে Break Up হল শোভন-স্বস্তিকার?

Advertisement

বর্তমানে টলি পাড়ার চেনা নাম হলেন স্বস্তিকা দত্ত (Swastika Dutta)। ধারাবাহিকে অভিনয় করার পাশাপাশি ওয়েব সিরিজ ও সিনেমার পর্দায় অভিনয় করছেন তিনি। অর্থাৎ বর্তমানল টলি পাড়ার ব্যস্ততম অভিনেত্রীদের তালিকায় তার নাম উঠে আসবে। তবে হঠাৎই তিনি উঠে এলেন খবরের শিরোনামে। গায়ক শোভন গাঙ্গুলির সঙ্গে দীর্ঘ ৩ বছর ধরে সম্পর্কে রয়েছেন তিনি। তবে অবশেষে নিজের জন্মদিনে এক সংবাদমাধ্যমের কাছে সাক্ষাৎকারে স্বস্তিকা জানান তিনি আর শোভন আর একসঙ্গে নেই।

Advertisements

প্রথমে গায়ক শোভনের সঙ্গে বন্ধুত্ব হয়ে ওঠে তার। এরপর ধীরে ধীরে তা প্রেমে রূপান্তরিত হয়। তারা দু’জনেই নিজেদের সম্পর্কে বেশ খুশি ছিলেন। কোনোরকম লুকোচুরি করেননি তারা। তাদের নানান পার্টিতে একসঙ্গে দেখা যেতো। তবে এবার শোনা যাচ্ছে তারা আর একসঙ্গে নেই। কানাঘুষো শোনা যাচ্ছিল শোভনের প্রাক্তন নাকি ফের ফিরে এসেছে। আর তাতেই চিড় ধরেছে স্বস্তিকা ও শেভন সম্পর্ক। এছাড়া শোভন একেবারেই সময় দিচ্ছিলেন না৷ আর এতেই একেবারে তলানিতে ঠেকে তাদের সম্পর্ক।

Advertisements

সংবাদমাধ্যমের জিগ্যাসার পর স্বস্তিকা জানান, তিনি এবারের জন্মদিন পালন করবেন বাবা মায়ের সঙ্গে। আগের বছরের জন্মদিন তিনি কাটিয়েছেন শোভনের সঙ্গে। তবে এবার বাবা মায়ের সঙ্গে থাকবেন। তবে শোভন প্রসঙ্গে জিগ্যেস করা হলে অভিনেত্রী জানান, তিনি শোভনের অভাব বোধ করছেন না। তবে হয়তো তারা একে অপরকে মিস করছেন। তবে সম্পর্ক কি সত্যিই নেই!

এই প্রসঙ্গে স্বস্তিকা জানান, তার সঙ্গে শোভনের কোনো তিক্ততা নেই। তারা যৌথভাবে সিদ্ধান্ত নিয়ে এই সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন। এবার তাদের নিজেদের মতন করে থাকতে দেওয়া হোক বলেও জানান অভিনেত্রী। স্বস্তিকা বর্তমানে তার অভিনীত ধারাবাহিক ‘তোমার খোলা হাওয়া’-তে অভিনয়ে ব্যস্ত রয়েছেন।

Related Articles