আটোসাটো পোশাক ঠিকরে বেরোচ্ছে নিতম্ব! ক্যামেরার সামনে অস্বস্তিতে শিল্পা শেট্টি (ভিডিও)

৯০ দশকের বলি কুইন বলা যায় তাঁকে। তবে বলিউডে আসার আগে মডেলিংয়ের সাথে যুক্ত ছিলেন এই অভিনেত্রী। বলিউডে এসে একাধিক ছবি উপহার দেন দর্শকদের। অভিনয়ের পাশাপাশি নাচেও বেশ পারদর্শী তিনি। তিনি ফিটনেস নিয়ে সব সময় সচেতন। যা তাঁর ফিগারে ধরা পড়ে। কথা হচ্ছে অভিনেত্রী শিল্পা শেট্টি (Shilpa Shetty)-কে নিয়ে। বর্তমানে যিনি শিল্পা শেট্টি কুন্দ্রা হিসেবে পরিচিত।
বেশ কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় (Social Media) প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে শিল্পা শেট্টির এক ভিডিও। যেখানে পোশাক নিয়ে অস্বস্তিতে পড়তে হয়েছিল শিল্পা (Shilpa)-কে। এদিন অভিনেত্রী শিল্পা শেট্টির পরনে ছিল হলুদ রঙের হাই থাই স্লিটেড পোশাক। আর এই পোশাক নিয়েই সমস্যায় পড়তে হয়েছিল শিল্পাকে।
পোশাকটি ডিপনেক হওয়ার কারণে উন্মুক্ত হয়েছিল শিল্পার ক্লিভেজ। এছাড়াও ভিডিওটিতে শিল্পাকে রাস্তায় হেঁটে যেতে দেখা যাচ্ছিল। তবে হাঁটার সময় তাঁর পোশাকটি এতটাই টাইট ছিল যে বারবার অস্বস্তিতে পড়তে হচ্ছিল তাঁকে। যা পাপারাজিৎদের ক্যামেরায় ধরা পড়ে।
আর সেই বিষয়টি স্পষ্ট হয়ে ব্যাপক পরিমাণে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে শিল্পা শেট্টির এই অস্বস্তিতে পড়ার ভিডিও। তবে কাজের কথা বলতে গেলে বড় পর্দার পাশাপাশি বিভিন্ন ওয়েবসিরিজেও কাজ করেছেন শিল্পা (Shilpa)। তবে তার এই কেরিয়ার গড়ার পিছনে রয়েছে কঠিন গল্প। তাঁর গায়ের রঙের জন্য তাঁকে নানারকম কথা শুনতে হয়েছিল। এমনকি তাঁকে ‘কালী’ বলেও ডাকতো।
তবে বর্তমানে তিনি একজন অভিনেত্রী। সাম্প্রতিক সময়ে অভিনয় জগতে না দেখা গেলেও বিভিন্ন রিয়ালিটি শোয়ের বিচারক আসনে দেখা যায় শিল্পাকে।