বিনোদনভাইরাল ভিডিও

মিঠাইয়ের মতোই গুণী, খালি গলায় গোপালের জন্য দুর্দান্ত গান গাইল ছোট্ট শাক্য, মুগ্ধ ভক্তরা

মিঠাই, এই ধারাবাহিক প্রথম থেকেই মন কেড়েছে দর্শকদের। বর্তমানে যদিও গল্প অনেকটা এগিয়ে গেছে মিঠাইয়ের জাগয়ায় এসেছে মিঠাইয়ের মতোন অবিকল মিঠি তবে তাতেও জনপ্রিয়তার কম নেই। টিআরপি কমেছে বটে কিন্তু সিড মিঠাইয়ের ছেলে শাক‍্য আর মিঠির খুনসুটিতে মজেছেন দর্শকরা। আপাতত গোটা মোদক পরিবার ব্যস্ত শাক‍্যকে নিয়ে অপরদিকে দর্শকরাও ভালবেসে ফেলেছেন শাক‍্য ওরফে ধৃতিষ্মানকে। পর্দায় তাকে একবার দেখার জন্য মুখিয়ে থাকে সকলে‌।

তবে ধারাবাহিকে সে যতই দুষ্টু হোক বাস্তব জীবনে কিন্তু ভীষণ গুনী ছেলে শাক‍্য। সম্প্রতি নিজের গায়কী দিয়েই মন জয় করে নিয়েছেন এই খুঁদে। বয়স তার মাত্র ৫ বছর, এর মধ্যেই সে বেশ জনপ্রিয়। তবে ভাববেন না কেবল মিঠাইয়ের কারণে এইটুকু বয়সে পাচটা ভাষায় গান গেয়ে আগেই তাক লাগিয়েছেন বহুজনকে। এমনকি গিনিস বুকে নামও তুলেছে। ইয়ঙ্গেস্ট মাল্টিলিঙ্গুয়াল সিঙ্গারের খ্যাতি রয়েছে শাক‍্যর ঝুলিতে।

আর এবার মিঠাই ধারাবাহিকে বিখ্যাত গান গেয়ে সকলকে তাক লাগিয়ে দিল ছোট্ট শাক‍্য। মিঠাইয়ের জনপ্রিয় “নয়নে নয়নে” গানটি অসাধারণ ভাবে পরিবেশন করতে দেখা গেছে তাকে। এইটুকু বয়সে তার কন্ঠস্বর গায়কী সবটাই মুগ্ধ করার মতোই।বর্তমানে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা তার এই গান ঝড়ের গতিতে শেয়ার হয়ে চলেছে। কমেন্ট সেকশনে বয়ে গেছে প্রশংসার বন্যা।

অভিনয়ের সাথে সাথে সে যে গানের বাজিমাত করেছে তার কমেন্ট বক্স দেখেই বোঝা যাচ্ছে। প্রত্যেকেই তাকে আদরে ভরিয়ে দিয়েছেন। অনেক মিঠাইপ্রেমীরা জানিয়েছেন এই গান তাদের কাছে আলাদা একটা ইমোশন। কোন এক এপিসোডে মিঠাই সিদ্ধার্থ শাক‍্যকে একসাথে এই গান করতে দেখা যাবে এমনটাই আশা মিঠাই অনুরাগীদের।