বিনোদনভাইরাল ভিডিও

ছোট্ট শাক্যর বার্থডে, জন্মদিনে পার্টনারকে বিশেষ উপহারে ভরিয়ে দিলেন পর্দার মা ‘মিঠাই’!

পর্দার ছেলের জন্মদিন উপলক্ষ্যে তাকে ভালোবাসায় ভরিয়ে তুললেন সৌমিতৃষা কুন্ডু! যারা সাধারণত বাংলা ধারাবাহিক দেখে থাকেন তাদের কাছে ‘মিঠাই’ কোনো নতুন নাম নয়। খুব কম সময়ের মধ্যেই এই ধারাবাহিকটি সকলের মনে জায়গা করে নিয়েছে। শুধু তাই নয় এই ধারাবাহিকটিকে নিজের জীবনের সাথে এক করে ফেলেছেন অনেকে। তাইতো মিঠাই যেন সকলের পরিবারের অংশ হয়ে উঠেছে।

এই ধারাবাহিকটিতে মূলত দেখানো হয়েছে একটি একান্নবর্তী পরিবারের কাহিনী। যেখানে সিদ্ধার্থ ও মিঠাইয়ের রসায়ন চুটিয়ে উপভোগ করতেন দর্শকেরা। বর্তমানে যদিও সেখানে নানান পরিবর্তন এসেছে। যেমন কিছু পুরনো সদস্য নেই আবার নতুন কিছু সদস্যের আগমন ঘটেছে। সেরকমই একজন সদস্য হলো মিঠাইয়ের ছেলে শাক্য ওরফে ধৃতিষ্মান চক্রবর্তী।

সম্প্রতি ছিল তার জন্মদিন। আর তার জন্মদিন উপলক্ষ্যে ভালোবাসায় ভরিয়ে তুলেছেন সৌমিতৃষা। এদিন মিঠাইয়ের সাজে ক্যামেরার সামনে তিনি ছেলের উদ্দেশ্যে বলেন ‘হ্যাপি বার্থডে পার্টনার, অনেক ভালো থাক।’এছাড়া ফেসবুকে নিজের প্রোফাইল থেকে মিঠির সাজে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

চারটি ছবি কোলাজ করে পোস্ট করেছেন অভিনেত্রী। যা দেখার পর অন্যান্য অনুরাগীরাও শাক্যকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। উল্লেখযোগ্য, ধারাবাহিকে বর্তমানে দেখানো হচ্ছে মিঠাইয়ের স্মৃতি ফিরিয়ে আনার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে পরিবারের সদস্যরা। এবার দেখার কবে তার স্মৃতি ফিরে আসে।