সুরেলা কণ্ঠে সোনু নিগমের দুর্দান্ত গান গাইলো ‘সিধাই’ পুত্র শাক্য, প্রশংসায় পঞ্চমুখ ভক্তরা

Advertisement

জি বাংলার পর্দায় জনপ্রিয় ধারাবাহিক হল ‘মিঠাই’। ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছে আদৃত রায় (Adrit Roy) ও সৌমিতৃষা কুন্ডুকে (Soumitrisha Kundu)। তারা দু’জন প্রধান চরিত্রে অভিনয় করেন। তবে আরেক খুদে বর্তমানে যোগ হয়েছে ধারাবাহিকে। আর সেই খুদেকে সকলেই পছন্দ করেন। ধারাবাহিকে তার অভিনয় যেমন সুন্দর তেমনই সে সকলের আদরের।

Advertisements

সে হল ছোট্ট ধৃতিষ্মান চক্রবর্তী (Dhritishman Chakroborty)। ধারাবাহিকে তার চরিত্রের নাম ‘শাক্য’। এত অল্প বয়সে অভিনয় শিখে নিয়েছে সে এবং দুর্দান্ত অভিনয় করছে। তার অভিনয়ে ইতিমধ্যে অনেকেই বেশ মুগ্ধ। মিঠাইয়ের মৃত্যুর পর শাক্যকে ঘিরেই বেঁচে ছিল সিদ্ধার্থ। তবে বর্তমানে ধারাবাহিকে মিঠাই ফিরেছে। সকলকে নিয়ে সুখের হয়ে উঠেছে সংসার। তবে এটি ক্যামেরার পর্দার সামনের ঘটনা।

Advertisements

এর পিছনে রয়েছে আরেকটি কাহিনি। ধারাবাহিকের চরিত্রে যে শিশুটি শাক্য’র চরিত্রে অভিনয় করছে সে অভিনয়ের পাশাপাশি গান গাইতে জানে। একাধিক ভাসায় গান গাইতে পারে সে। ক্যামেরার পিছনে আদৃত ও ধৃতিষ্মানের বেশ মিল। আদৃত যেমন গান গাইতে ভালোবাসেন তেমনই ধৃতিষ্মান। ধৃতিষ্মান একজন শিশু শিল্পী হলেও অনেকেই জানে না সে একটি গানের শোয়ে অংশগ্রহণ করেছিল।

আর সেই ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই গানের জন্য সে পুরষ্কৃত হয়েছে। সেখানে দেখা গিয়েছে, বলিউড ছবি ‘পরদেশ’-এর গান সোনু নিগমের গলায় গাওয়া ‘হ্যায় ইয়ে দিল’ গানটি গাইছে ধৃতিষ্মান। তার গানের দক্ষতা দেখে সকলেই মুগ্ধ। নেট দুনিয়ার সকলে বলেছেন, শাক্য তার অনস্ক্রীন বাবা সিদ্ধার্থের মতন হয়েছে। দুইজনের গানের প্রতি দখল সকলকে মুগ্ধ করেছে।

Related Articles