বিনোদনভাইরাল ভিডিও

সুরেলা কণ্ঠে অসমিয়া ভাষায় গান গেয়ে Didi No1-এর মঞ্চ মাতালো ‘সিধাই’ পুত্র শাক্য, মুগ্ধ ভক্তরা

টেলিভিশনের পর্দায় জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’-এর একটি জনপ্রিয় চরিত্র হল ‘শাক্য’। এই চরিত্রে যে ছোট্ট ছেলেটি অভিনয় করছে তার নাম ধৃতিষ্মান চক্রবর্তী। ইতিমধ্যে খুদে শিল্পী হয়ে গিয়েছেন জনপ্রিয়। কারণ ধারাবাহিকে তার অভিনয় বেশ প্রশংসিত হয়েছিল। ধৃতিষ্মানের অভিনয়ের পাশাপাশি রয়েছে আরও একটি গুণ। সে একাধিক ভাষায় গান গাইতে পারে।

বাংলা, অসমিয়া, কন্নড়, সংস্কৃত, গুজরাটি ভাষায় গান গাইতে পারে ছোট্ট ছেলেটি। তার সঙ্গে সুন্দর উচ্চারণ সত্যিই প্রশংসনীয়। এবার ‘দিদি নং ওয়ান’-এর মঞ্চে তারই প্রমাণ মিলল। বর্তমানে প্রতিটি বাড়িতে বিকেল হলেই একটি গেম শো সম্প্রচারিত হয়। ‘দিদি নং ওয়ান’-এর জনপ্রিয়তা গগনচুম্বী। সেই সঙ্গে সঞ্চালিকা রচনা ব্যানার্জীর (Rachana Banerjee) উপস্থিতি যেনো গেম শো-কে আরও জনপ্রিয় করে তোলে।

এবার এই গেম শো-তে হাজির ছিল ধৃতিষ্মান। মা’কে নিয়ে পৌঁছে গিয়েছিল সে। দারুণ সুন্দর সাজে ‘দিদি নং ওয়ান’-এর মঞ্চে খুদে শিল্পী অসমিয়া গানে গলা মেলায়। তার গানে হারিয়ে গিয়েছেন সকলেই। এর পাশাপাশি ধৃতিষ্মানের মা জানায়, ছেলেকে বিভিন্ন দেশের সংস্কৃতি বোঝানোর জন্য বাড়িতে নানান ভাষার গান শোনানো হয়৷ ছোট্ট শিল্পীর গান শুনে রীতিমতো অবাক সকলে।

ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় সেই এপিসোডের ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। ভারত যে বৈচিত্র্যময় তার সংস্কৃতিকে ভুলতে দেয়নি ছোট্ট ছেলেটি। তার গান শুনে আসামের মানুষ ভালোবাসা পাঠিয়েছেন। একেই রচনা ব্যানার্জীর উপস্থিতি ও ধৃতিষ্মানের প্রতিভা এপিসোডটিকে জনপ্রিয় করে তুলেছে।