Shahrukh Khan: শাহরুখ থেকে আরিয়ান, পরিবারে সবচেয়ে শিক্ষিত কে? জানলে চমকে যাবেন

Advertisement

Shahrukh Khan: বলিউডের কিং খান শাহরুখ (Shahrukh)। অন্যদিকে যিনি বলিউড বাদশা হিসেবে পরিচিত। বর্তমানে স্ত্রীসহ পুত্র-কন্যা নিয়ে ভালোই সময় কাটছে অভিনেতার। মাঝেমধ্যেই পরিবার নিয়ে সোশ্যাল মিডিয়ার লাইম লাইটে উঠে আসেন শাহরুখ। তবে জানেন কি এই অভিনেতার পরিবারের সদস্যদের কার কতদূর শিক্ষাগত যোগ্যতা? আজকের প্রতিবেদনে সেটাই জানানো হয়েছে।

Advertisements

গৌরী খান (Gauri Khan)- বলি বাদশা শাহরুখ খানের স্ত্রী হলেন গৌরী খান। শাহরুখের স্ত্রীর পাশাপাশি তিনি একজন পাঞ্জাবি কন্যা। অভিনেতার পত্নীর শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জানা যায়, তিনি দিল্লির লেডি শ্রীরাম কলেজ থেকে বিএ অনার্স ডিগ্রি অর্জন করেছেন। তারপরে NIFT থেকে ফ্যাশন ডিজাইনিং-এর উপর তিনি ছয় মাসের একটি কোর্স করেন। যার ফলে সাম্প্রতিক সময়ে তার ঘরবাড়ি ইন্টেরিয়র ডিজাইন করতে সুবিধা হয়।

Advertisements

সুহানা খান (Suhana Khan)- অভিনেতা শাহরুখ খানের কন্যা হলেন সুহানা খান। তিনিও শিক্ষাগত যোগ্যতার দিক থেকে বেশ উচ্চশিক্ষিত। মুম্বাইয়ের ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল থেকে পড়াশোনা করেন সুহানা। এর পাশাপাশি তিনি লন্ডন এবং নিউইয়র্কে গিয়েও পড়াশোনা করেছেন। শাহরুখ খান কন্যা সুহানা স্নাতক পাস করেন লন্ডনের এই ইর্ডিংলি কলেজ থেকে। তারপর তিনি অভিনয়, নাটক নিয়ে পড়াশোনা করেন NYU-Tisch School Of The Arts New York থেকে। তবে বর্তমানে তিনি আন্তর্জাতিক বিউটি ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর।

আরিয়ান খান (Aryan Khan)- বলিউড কিং খান শাহরুখের পুত্র হলে আরিয়ান খান। যিনি মাদক কান্ডে জড়িত হওয়ার পর থেকে দর্শকদের কাছে বেশ আগ্রহী হয়ে ওঠেন। তবে জানেন কি আরিয়ানের শিক্ষাগত যোগ্যতা? জানা গেছে আরিয়ানও বিদেশে পড়াশোনা করেছেন। স্কুলের পড়াশোনা শেষ করে আরিয়ান ইউনিভার্সিটি অফ সাউথান ক্যালিফোর্নিয়া থেকে ফাইন আর্টস, সিনেমাটিক আর্টস এবং টেলিভিশন প্রোডাকশনের উপর স্নাতক স্তরের পড়াশোনা করেন।

শাহরুখ খান (Shahrukh Khan)- অভিনেতা শাহরুখের বিষয়ে আলাদা করে বলার কিছু নেই। তাঁর ভক্তমহল জানে তাঁর সবকিছুই। দিল্লির হংসরাজ কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক উত্তীর্ণ হন শাহরুখ। এরপরে মাস কমিউনিকেশনের উপর ডিগ্রী অর্জন করার জন্য তিনি ভর্তি হন দিল্লি জামিয়া মিলিয়া ইসলামিয়াতে। কিন্তু তাঁর সেই পড়াশোনা বেশিদূর এগোয়নি। অভিনয়ের জন্য তাঁকে মাঝপথে বন্ধ করে দিতে হয় সেই পড়াশোনা।

Related Articles