বিনোদনভাইরাল ভিডিও

বুড়ো বয়সে পরকীয়ায় মজলেন শাহরুখ খান, গৌরীকে ভুলে পূজাকে ভ্যালেন্টাইনস বানালেন ‘পাঠান’!

এবার ‘ভ্যালেন্টাইনস ডে’ উপলক্ষ্যে পূজাকে ফোন করে প্রেম দিবসের শুভেচ্ছা জানালেন ‘পাঠান’ ওরফে শাহরুখ খান। ‘পাঠান’ সিনেমা নিয়ে নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যেই বক্সঅফিসে রেকর্ড তৈরি করেছে এই সিনেমা। এখনো হলে রমরমিয়ে ব্যবসা করছে এই সিনেমাটি। এরই মাঝে এবার পূজাকে ফোন করে ভ্যালেন্টাইনস ডে’র শুভেচ্ছা জানালেন পাঠান।

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে ব্যাকলেস লেহেঙ্গা পরে ক্যামেরার দিকে পিঠ দিয়ে বসে রয়েছেন পূজা। হঠাৎ করে বেজে ওঠে তার ফোনের রিংটোন। এরপর ওপার থেকে ভেসে আসে পাঠানের কণ্ঠস্বর। ফোন ধরে রোমান্টিকভাবে কথা বলতে শুরু করেন পূজা। ফোনে পাঠানকে বলতে শোনা যায় খুব শীঘ্রই আসছে তার ‘জওয়ান’।

যা শোনার পর পূজার মুখে শোনা যায়, ‘তোমার জওয়ানের সাথে সাথেই আসছে আমার জওয়ানি’। এরপরই ফোনে বেশ কয়েকটা চুম্বন পাঠিয়ে দেন পাঠানকে। একইসাথে জানিয়ে দেন ৭ই জুলাই পাঠানের সাথে দেখা করবেন তিনি। যা শোনার পর আনন্দে আত্মহারা হয়ে পড়েন শাহরুখ খান। এবার নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন আসতে পারে এই পূজা আসলে কে?

না না অবাক হওয়ার কিছু নেই তিনি হলেন সকলের প্রিয় ‘ড্রিম গার্ল’। দীর্ঘ চার বছর পর আবারও দর্শকদের সাথে দেখা করতে আসছেন তিনি। আয়ুষ্মান খুরানা অভিনীত ‘ড্রিম গার্ল’ সিনেমার কথা সকলেরই মনে আছে। যেখানে পূজার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। আর এবার জানা গিয়েছে ‘ড্রিম গার্ল ২’ সিনেমা খুব শীঘ্রই আসতে চলেছে। তারই প্রমোশনের জন্য এই ভিডিও তৈরি করা হয়েছে।