সাবান-শ্যাম্পু নয়, সামান্য চুলের যত্নে এই বিশেষ জল ব্যবহার করেন ‘বাদশা’ শাহরুখ
সাবান বা শ্যাম্পু নয় বরং মিনারেল ওয়াটার দিয়ে স্নান করেন বলিউড বাদশা শাহরুখ খান! এই অভিনেতাকে নিয়ে নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না। দীর্ঘ কয়েক দশক ধরে দর্শকদের একাধিক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন তিনি তবে তার অভিনয়ের জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও কৌতূহলের শেষ নেই দর্শকদের মনে। তিনি কোথায় যাচ্ছেন, কার সাথে যাচ্ছেন সব বিষয় হয়ে ওঠে হটটপিক।
এমনকি তার জীবনশৈলী নিয়েও নানান রকমের চর্চা হয় দর্শকমহলে। সম্প্রতি সেরকমই একটি বিষয় উঠে এসেছে। বলিউডের বিত্তশালী অভিনেতাদের মধ্যে একজন শাহরুখ। তাই তার জীবনযাত্রায় যে বিলাসিতার ছোঁয়া থাকবে তা আর নতুন করে বলার প্রয়োজন পড়ে না। মুম্বাইয়ের অভিজাত এলাকায় সুবিশাল বাংলো ‘মন্নত’এ পরিবারের সাথে থাকেন তিনি।
তার বাংলোর প্রত্যেক ফ্লোরেই রয়েছে অত্যাধুনিক সব সুযোগ-সুবিধা। তবে বেশ কিছু অদ্ভুত অভ্যাস রয়েছে তার। যেমন ঘুমানোর সময় ছাড়া সব সময় জুতো পরে ঘোরেন তিনি। এছাড়াও বাথরুমে ঢুকলে নাকি সহজে বের হতে চান না এই অভিনেতা। অন্যদিকে শরীরের প্রতি বিশেষ যত্ন রাখেন তিনি।
যেমন তিনি জানিয়েছিলেন স্নানের সময় কোনোরকম সাবান বা শ্যাম্প মাখেন না। চুলের যত্নের জন্য মিনারেল ওয়াটার দিয়ে স্নান করেন এই অভিনেতা। বাড়িতে হোক বা বাইরে কোথাও শ্যুটিংয়ে গিয়েও এই নিয়মে তার কোনো পরিবর্তন হয় না। যা শোনার পর বেশ অবাক হয়ে গিয়েছেন দর্শকেরা।