Shahrukh Khan: আরিয়ানের দ্বারায় হবে না! ছেলের দুর্বলতা ফাঁস করলেন শাহরুখ খান

Advertisement

Shahrukh Khan: তিনি বলিউডের ‘বাদশা’, স্বাভাবিকভাবেই সকলে মনে করেছিলেন তার ছেলেমেয়েরাও অভিনয়ের পথেই হাঁটবেন। তবে তিনি সাফ জানিয়ে দিয়েছেন তার বড়ো পুত্র আরিয়ান কোনদিনই অভিনয় করতে পারবেন না। কেন এমনটা জানালেন শাহরুখ খান? অভিনয় না করলে আরিয়ান কোন ক্ষেত্রে নিজের কেরিয়ার গড়ে তুলবেন? আসুন তাহলে সেই বিষয়েই জেনে নেওয়া যাক এই প্রতিবেদনে।

Advertisements

মাদককান্ডের হাজারো চড়াই-উতরাই পেরিয়ে বর্তমানে স্বাভাবিক জীবনযাপন করছেন শাহরুখ পুত্র আরিয়ান। এমনকি জানা গিয়েছে খুব শীঘ্রই বলিউডে অভিষেক ঘটতে চলেছে তার। না না অভিনেতা হিসেবে নয় বরং পরিচালক হিসেবে। যা শোনার পর আপনি হয়তো ভাবতে পারেন যেখানে তারকাদের ছেলেমেয়েরা অভিনয়কেই বেছে নেন, সেখানে আরিয়ান কেন উল্টোপথে হাঁটতে গেলেন?

Advertisements

 

Aryan Khan: আন্তর্জাতিক মাদক চক্রে শাহরুখ-পুত্রকে নিয়ে উল্টো সুর এনসিবি-র !

এই বিষয়ে পুরনো একটি সাক্ষাৎকার শাহরুখ জানিয়েছিলেন, ‘ভারতে একটা প্রচলন রয়েছে যে অভিনেতার ছেলেকে অভিনেতাই হতে হবে। আরিয়ান যদিও লম্বা, সুদর্শন তবু কোনদিন অভিনেতা হতে পারবে না। আসলে ও অনেক আগেই বুঝে গিয়েছিল যে অভিনেতা হয়ে উঠতে গেলে যা যা দরকার সেটা ও করতে পারবে না।’

যদিও মেয়ে কিন্তু অভিনয়কেই পেশা হিসেবে বেছে নিয়েছেন। খুব শীঘ্রই একটি সিনেমায় দেখা যাবে সুহানাকে। অন্যদিকে আবার চিত্রনাট্য লেখার কাজ শেষ করেছেন আরিয়ান। তাকে এবার দেখা যাবে পরিচালকের ভূমিকায়। আর যেহেতু ছেলের প্রথম কাজ তাই প্রযোজনার দায়িত্বে থাকবে শাহরুখের প্রযোজনা সংস্থা ‘রেড চিলিজ এন্টারটেইনমেন্ট।’

Related Articles