ছেলে আরিয়ানের সঙ্গে হাত মিলিয়ে মদের ব্যবসায় নামলেন শাহরুখ খান!

Advertisement

অন্য কোনো পেশা নয় বরং মদের ব্যবসা করতে চলেছেন বলিউড ‘বাদশা’ শাহরুখ খানের পুত্র আরিয়ান খান! আর তাতেই উৎসাহ দিতে নেমে পড়েছেন স্বয়ং শাহরুখ। কী অবাক হচ্ছেন তো? ভাবছেন যেখানে বাবা-মায়েরা স্বপ্ন দেখেন তার ছেলেমেয়েরা বড়ো হয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা অন্য কোনো পেশা গ্রহণ করবে। সেখানে আরিয়ান এমন একটি পেশা বেছে নিয়েছে কেন?

Advertisements

আসুন তাহলে এবার সম্পূর্ণ বিষয়টি খোলসা করেই বলা যাক। আসলে সম্প্রতি আরিয়ান একটি লাক্সারি লাইফস্টাইল ব্র্যান্ড খুলেছেন, যার নাম ‘Dyavol’। যেখানে বিভিন্ন জামা-কাপড়, জ্যাকেট, হুডি থেকে শুরু করে সুরাপানের সরঞ্জামও পাওয়া যাবে। প্রথমে ভদকা বিক্রি করে নিজের ব্যবসার সূত্রপাত করেছিলেন আরিয়ান।

Advertisements

এবার ধীরে ধীরে তিনি সেই ব্যবসা বৃদ্ধি করতে চলেছেন। কারণ, এরপর লাক্সারী স্ট্রীটওয়ার আনতে চলেছেন তারা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে সেই সুখবর জানিয়েছেন তিনি। আর সেখানেই রয়েছে সবথেকে বড়ো চমক। কারণ, এই ভিডিওতে দেখা গিয়েছে তার বাবা শাহরুখকে। যদিও সবটা ভালো করে দেখা যায়নি সামান্য ঝলক দেখিয়েছেন তিনি।

সময়ের সাথে সাথে পুরো বিষয়টা ভালমতোন জানা যাবে। অন্যদিকে আরিয়ান এই বিষয়ে জানিয়েছেন, তার পাশে রয়েছেন বাবা-মা। কারণ, তাদের মতে নিজের প্যাশনকে ফলো করা উচিত। তবে শুধুমাত্র এই ব্যবসাতেই থেমে থাকবেন না আরিয়ান। আসলে খুব শীঘ্রই বলিউডেও দেখা যাবে তাকে। যদিও অভিনেতা হিসেবে নয় বরং পরিচালক হিসেবে কাজ করবেন তিনি।

Related Articles