মাঝরাতে প্রিয়াঙ্কার সঙ্গে গোপনে এই কাজ করেন শাহরুখ খান! দুজনের জুটি ভাঙতে কড়া দাওয়াই দেন গৌরি

প্রেম প্রস্তাব থেকে সরাসরি বিয়ে, মধ্যরাতে বিদেশ গিয়ে গাঁটছড়া বাঁধেন শাহরুখ-প্রিয়াঙ্কা? বলি ইন্ডাস্ট্রির এমন অনেক তারকা রয়েছে যারা একসময় একে অপরের সাথে ঘনিষ্ঠ সম্পর্কে লিপ্ত ছিল। তবে বর্তমানে তাঁদের গড়ে উঠেছে আলাদা সংসার। সেই তালিকারই এক অন্যতম চর্চিত জুটি হল শাহরুখ-প্রিয়াঙ্কা (Shahrukh-Priyanka)। সাম্প্রতিক সময়ে আজও এই জুটির সম্পর্ক নিয়ে চর্চা চলে নেটদুনিয়ায়। খুব একটা ছবিতে জুটি বাঁধতে দেখা যায়নি শাহরুখ-প্রিয়াঙ্কাকে। তবে ‘ডন’ (Don) ছবিতে অভিনয় করার পর তাঁদের সম্পর্ক বেশ ঘনিষ্ট হয়।
ছবি সুপারহিট হওয়ার পর থেকেই এই জুটি দর্শকদের মনে আলাদা জায়গা করে নেয়। পরবর্তীতে ‘ডন ২’ (Don ২)-তেও দেখা যায় পিগি চপস এবং বাদশাকে। তবে সেরকমভাবে আর কোনো ছবিতে জুটি বাঁধতে দেখা যায়নি শাহরুখ-প্রিয়াঙ্কা (Shahrukh-Priyanka)-কে। তবে এই ছবি হিট হওয়ার পর থেকেই শোনা যায় বন্ধুর চেয়েও বেশি কিছু শাহরুখ-প্রিয়াঙ্কা (Shahrukh-Priyanka)। যদিও প্রিয়াঙ্কাকে বন্ধু বলেই দাবি করেন শাহরুখ। এছাড়াও ২০১২ সালের করণ জোহরের এক পার্টিতে আমন্ত্রিত হয়ে আসেন প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। সেখানে উপস্থিত থাকেন শাহরুক এবং গৌরীও। প্রিয়াঙ্কা চোপড়া আসামাত্রই তাঁকে স্বাগত জানায় শাহরুখ।
এমনকি পিগি চপসের গালে চুম্বন এঁকে দেয় শাহরুখ। যা নজর এড়ায়নি কারো। তবে শাহরুখ-প্রিয়াঙ্কার এই সম্পর্ক বিরক্তিকর ছিল গৌরীর কাছে। কানাঘুষোয় শোনা যায় গৌরী (Gauri) শাহরুখ-প্রিয়াঙ্কার জুটি বাঁধতে না দেওয়ার জন্য নানারকম ব্যবস্থা করে। তবে জুটি বেঁধে কাজ না করলেও বিচ্ছেদ হয়নি শাহরুখ-প্রিয়াঙ্কার। শোনা যায় প্রিয়াঙ্কাকে প্রেম প্রস্তাব দিয়েছিলেন শাহরুখ খান। পরবর্তীতে ২০১৩ সালে ইসলামিক রীতি মেনে টরেন্টোতে মধ্যরাতে বিবাহ করেন শাহরুখ-প্রিয়াঙ্কা (Shahrukh-Priyanka)।
তবে ফিরে এসে তাঁরা কেউই একসাথে থাকেনি। অন্যদিকে, মেয়ে সুখের সংসার করুক চেয়েছিলেন প্রিয়াঙ্কার বাবা। তবে শাহরুখ গৌরীর বিচ্ছেদ না হওয়ায় তাঁদের বিবাহের কথা কখনোই প্রকাশ্যে আনতে পারেননি প্রিয়াঙ্কা চোপড়া। তবে গুঞ্জন শোনা যায় একসময় এই বিবাহ নিয়ে প্রশ্ন করা হয় শাহরুখকে। তবে শাহরুখ বলেন, এইসব প্রশ্ন করা অসম্মানজনক। প্রিয়াঙ্কা তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তাঁর খুব কাছের মানুষ এবং সবসময় তাই থাকবে। তবে বর্তমানে নিক জোনাস (Nick Jonas) এবং কন্যাকে নিয়ে সুখে সংসার করছেন পিগি চপস। অন্যদিকে দুই সন্তান এবং গৌরীকে নিয়ে সুখে দিন কাটছে শাহরুখের।