বাপ-বেটার ডবল ধামাল, পাপা শাহরুখের হাত ধরেই নতুন জগতে পা রাখলেন আরিয়ান!

Advertisement

ক্যামেরার পিছনে নয়, সামনে এসে নেটজনতাকে চমক দিলেন শাহরুখ পুত্র আরিয়ান। বাবা-মা স্টার হওয়ায় স্টারকিডরা গ্ল্যামার জগতে পা রাখার সুযোগ পায়। বর্তমানে অনেক স্টারকিড বাবা-মা এবং পরিচালকদের দৌলতে রঙিন দুনিয়ায় পা রাখছেন। আর সেই তালিকা থেকে বাদ গেল না শাহরুখ (Shahrukh) পরিবারও। সম্প্রতি নেটজনতাকে চমক দিলেন কিং খান এবং পুত্র আরিয়ান (Aryan)। সাম্প্রতিক যুগলে ক্যামেরার সামনে ধরা দিলেন শাহরুখ (Shahrukh) এবং আরিয়ান (Aryan)।

Advertisements

একটি নতুন বিজ্ঞাপনী ভিডিওর মাধ্যমে ক্যামেরা সামনে এলেন আরিয়ান। ফলে শুধু অভিনয় নয়, পরিচালনার দিক থেকেও কিং খানকে নিয়ে নিজের মাটি শক্ত করার এক ধাপ এগিয়ে গেলেন কিং খান পুত্র আরিয়ান। প্রসঙ্গত, বলিউড বাদশা শাহরুখ খান আগেই জানিয়েছিলেন যে, তাঁর পুত্র আরিয়ান ক্যামেরার সামনে থেকে কাজ করবেন না। তাঁকে দেখা যাবে ক্যামেরার পিছনে। এমনকি বাবার প্রযোজনা সংস্থা রেড চিলিস এন্টারটেইনমেন্টের হয়ে চিত্রনাট্য লিখতে দেখা গিয়েছিল আরিয়ানকে।

Advertisements

কিন্তু সেই কাজ শুরু হওয়ার আগেই পর্দার সামনে এলেন আরিয়ান। খবর রয়েছে, একটি নতুন ব্যবসা শুরু করেছেন আরিয়ান। Dyavol নামে একটি লাক্সারি লাইফস্টাইল ব্র্যান্ড খুলেছেন তিনি। আর সেই ব্র্যান্ডের ঘোষণাতেই এক নতুন বিজ্ঞাপনী ভিডিওতে দেখা গিয়েছে আরিয়ান (Aryan)-কে। সাথে দেখা গিয়েছে পিতা শাহরুখ (Shahrukh)-কেও। তবে এই ভিডিও ভাইরাল হতেই নেটজনতার চর্চার মধ্যগগনে উঠে এসেছেন আরিয়ান (Aryan)।

নেটিজনদের একাংশের মতে, অভিনয় জগতে কাজ করলেও সফল হতেন আরিয়ান। তবে শাহরুখ আগেই জানিয়েছিলেন যে, তাঁর পুত্রর অভিনয় করার কোনো ইচ্ছা বা প্রতিভা নেই। তার লেখালেখিটাই বেশি ভালো লাগে। এর পাশাপাশি আরিয়ান (Aryan)-ও জানিয়েছিলেন যে, তাদের পরিবারের সদস্যরা এটাই বিশ্বাস করে যে যার যেটা প্যাশন তার সেটাই অনুসরণ করা উচিত। আর সেই মতোই তিনি করছেন। ফলে তার পরিবারও তাকে এই বিষয়ে উৎসাহ দিয়ে চলেছে। তবে আগামী দিনে সে কতটা সফল হতে পারে সেটাই দেখার।

Related Articles