Shahrukh Gauri: মা হবেন গৌরি, স্ত্রীর জন্য নিজের সাধ্যের বাইরে গেছিলেন শাহরুখ!

Shahrukh Gauri :বলিউডের সবথেকে জনপ্রিয় জুটি যারা নিজেদের সবসময় সমস্ত পরিস্থিতিতে আগলে রেখেছেন তারা হলেন শাহরুখ খান (Shah Rukh Khan) ও গৌরী খান (Gouri Khan)। দীর্ঘ তিন দশক ধরে তারা একসঙ্গে রয়েছেন। শাহরুখ ও গৌরী একে অপরের প্রেমে পড়ার পর খুব অল্প বয়সে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সেইসময় বলিউডে অভিষেক সেভাবে ঘটেনি শাহরুখের। তখন তিনি শুধুই শাহরুখ। কিং খান উপাধি পাননি তিনি।
গৌরী সেইসময় থেকে তার পাশে রয়েছেন। শূন্য হাত থেকে আজ পর্যন্ত শাহরুখের পাশে রয়েছেন গৌরী। বর্তমান সময়ে দাঁড়িয়ে শাহরুখের খ্যাতি বিশ্ব জুড়ে। কিন্তু এই জায়গায় আসতে তাকে করতে হয়েছে অনেক পরিশ্রম। সম্প্রতি প্রকাশিত হয়েছে গৌরী খানের প্রকাশিত নতুন বইয়ে শাহরুখের কিছু লেখা। সেই বইয়ের কিছু অংশ ভাইরাল হয়েছে। সেখানে তিনি জানান, তিনি কীভাবে সাধ্যের বাইরে গিয়ে গৌরীর জন্য কাজ করেছিলেন।
সেইসময় গৌরী ছিলেন অন্তঃসত্ত্বা। নিজেদের মাথা গোঁজার একটি ঘর দরকার হয়ে পড়ে। মন্নত কেনার আগে মুম্বাইতে নিজেদের জন্য একটি বাড়ি কেনেন শাহরুখ। শাহরুখ ঠিক করেন তাদের হাতে যখন যেমন টাকা আসবে তা দিয়ে তারা জিনিস কিনবেন। ওই বইতে শাহরুখ লেখেন, একদিন তারা একটি সোফা কিনতে যান। কিন্তু সোফার দাম দেখে বেরিয়ে আসেন। তার বদলে কিনে এনেছিলেন শুধু লেদার৷ এরপর গৌরী নিজে লেক ডেকে ডিজাইন দিয়ে সোফা বানান।
এভাবেই গৌরী পদার্পণ করেন ডিজাইনার হওয়ার জগতে। এরপর মন্নত কেনার সময় শাহরুখ সমস্ত টাকা খরচ করে ফেলেছিলেন। সেইসময় গৌরী হয়ে ওঠেন ডিজাইনার। দীর্ঘ ৬ বছর প্রেমের পর ১৯৯১ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন শাহরুখ ও গৌরী। শাহরুখ বহুবার স্বীকার করেছেন তার স্ত্রী তার জীবনের একমাত্র নারী।