Shahrukh Khan: আমাকে বিয়ে করবে? শাহরুখের বিয়ের প্রস্তাবে যা উত্তর দিয়েছিলেন ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা

Advertisement

প্রিয়াঙ্কাকে সরাসরি প্রেম প্রস্তাব শাহরুখের, উত্তরে কী বলেছিলেন প্রিয়াঙ্কা? বলিপাড়ার জনপ্রিয় দুই তারকা হলেন শাহরুখ খান (Shahrukh Khan) এবং প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। অন্যদিকে, ইন্ডাস্ট্রিতে অন্য নামেও পরিচিত এই দুই তারকা। তবে জানেন কি একটা সময় ইন্ডাস্ট্রির চর্চিত তালিকার অন্যতম জুটি ছিল শাহরুখ-প্রিয়াঙ্কা (Shahrukh-Priyanka)? এমনকি অভিনেতা শাহরুখ খান প্রেম প্রস্তাব পাঠিয়েছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে। তবে সেই প্রেম প্রস্তাব জবাবে কি বলেছিলেন প্রিয়াঙ্কা?

Advertisements

প্রসঙ্গত, অভিনয় জগতে আসার আগেই এই ঘটনা ঘটে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)-র সাথে। এক সৌন্দর্য প্রতিযোগিতায় প্রতিযোগী হিসেবে অংশ নিয়েছিলেন প্রিয়াঙ্কা। আর সেই প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন শাহরুখ খান। আর সেখানেই অভিনেত্রীকে প্রেম প্রস্তাব দিয়েছিলেন শাহরুখ খান (Shahrukh Khan)। কিভাবে? চলুন বিষয়টা সবিস্তারে জেনে নেওয়া যাক। ওই প্রতিযোগিতার ফিনালেতে বিচারক আসনে ছিলেন শাহরুখ খান। আর সেই বিচারক আসন থেকেই প্রতিযোগী হিসেবে থাকা অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে অদ্ভুত প্রশ্নের মুখে ফেলেছিলেন শাহরুখ।

Advertisements

কাকে বিয়ে করতে চান প্রিয়াঙ্কা? আর সেখানে তিনি রেখেছিলেন তিনটি অপশন। প্রথম অপশন, আজহারউদ্দিনের মতো একজন স্পোর্টসম্যান যে প্রিয়াঙ্কাকে সারা বিশ্ব ঘোরাবে, নিজের দেশের নাম গর্বিত করবে। দ্বিতীয় অপশন, কোনো বড় ব্যবসায়ী যে ধন-সম্পদে মুড়ে রাখবেন প্রিয়াঙ্কাকে। আর তৃতীয় অপশনে শাহরুখ একজন অভিনেতা হিসেবে নিজেকে রেখেছিলেন। তার মধ্যে কাকে বেছে নিয়েছিলেন প্রিয়াঙ্কা? তবে এই উত্তরে চমকে গিয়েছিলেন শাহরুখ (Shahrukh)। হয়তো ভেবেছিলেন তাঁকেই হয়তো বেছে নেবেন প্রিয়াঙ্কা (Priyanka)।

কিন্তু না, প্রিয়াঙ্কার থেকে উত্তর এলো তিনি স্পোর্টসম্যানকে বেছে নেবেন। কারণ হিসেবে তিনি জানিয়েছিলেন, তাঁর স্বামী যখন বাড়ি ফিরবেন তখন তাঁকে উৎসাহ দেয়ার জন্য তিনিই থাকবেন। এছাড়াও, তার জন্য তিনি গর্বিত বোধ করবেন। এর পাশাপাশি দেশকেও গর্বিত করবেন তিনি। তবে পরবর্তীতে তিনি শাহরুখের সাথে পরকীয়ায় যুক্ত হয়ে পড়েন। প্রসঙ্গত “ডন” (Don) ছবিতে শাহরুখ-প্রিয়াঙ্কা (Shahrukh-Priyanka) অভিনয়ের পরই এই গুঞ্জন ওঠে বলিপাড়ায়।

Related Articles