ভালোবেসে বার বার ঠকতে হয়েছে, কারিনা-প্রিয়াঙ্কাকে নিয়ে বিস্ফোরক শাহিদ কাপুর

সিনেমা জগতের তারকাদের মধ্যে প্রেমের কাহিনি প্রায়শই শোনা যায়। এক তারকা আরেকজনের প্রতি দুর্বল হয়ে পড়েন এবং প্রেমের বন্ধনে আবদ্ধ হন তারা। তবে সবক্ষেত্রে তা সাফল্য পায় না। বেশিরভাগ তা বিচ্ছেদে পরিণত হয়। তেমনই বলিউড অভিনেতা শাহিদ কাপুরকে (Shahid Kapoor) নিয়েও রয়েছে এমন জল্পনা। বর্তমানে অভিনেতা মীরা রাজপুতের সঙ্গে সুখে সংসার করছেন।
তবে একসময় শাহিদ সম্পর্কে জড়ান করিনা কাপুর খান ও প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে। ২০১৯ সালে ‘কফি উইথ করণ’ শো-তে হাজির হয়েছিলেন শাহিদ। সেখানে এসেই প্রাক্তন প্রেমিকাদের নিয়ে মুখ খুলেছিলেন শাহিদ। করণ তাকে প্রশ্ন করেন, তিনি তার প্রাক্তন প্রেমিকাদের ভুলতে পেরেছিলেন কিনা৷ শাহিদ বলেন তাদের কোনোদিন মন থেকে মুছে ফেলা সম্ভব নয়। তিনি তাদের আজও ভুলতে পারেননি।
করণের প্রশ্ন, “তুমি কি করিনা ও প্রিয়াঙ্কাকে মন থেকে মুছে ফেলতে পেরেছো?” এর উত্তরে অভিনেতা জানান, তিনি কখনই তার স্মৃতি থেকে প্রাক্তনদের মুছে ফেলতে পারবেন না। অতীতের অনেক খারাপ স্মৃতিও আছে। তবে বেশিরভাগ তিনি ভুলে গিয়েছেন। এরপর করণের প্রশ্ন, “প্রিয়াঙ্কা ও করিনার মধ্যে কারও স্মৃতি মুছতে বললে তুমি কার স্মৃতি মুছবে?”
অভিনেতা জানান, “আমি কারও স্মৃতি মুছতে চাই না৷ করিনার সঙ্গে আমার অনেকদিনের সম্পর্ক ছিল। কিন্তু কিছু পুরোনো অভিজ্ঞতা না থাকলে আজকের আমি হয়ে উঠতে পারতাম না। তাই আমি কোনও স্মৃতি মুছতে চাই না। পুরোনো স্মৃতি আমাকে অনেককিছু শিখিয়েছে।” সোশ্যাল মিডিয়ায় শাহিদের এই সাক্ষাৎকার ভাইরাল হতে বেশি সময় নেয়নি।
‘জব উই মেট’ ছবির শ্যুটিং চলাকালীন শাহিদ ও করিনার প্রেমের গুঞ্জন শোনা যায়। তবে এই ছবির শ্যুটিং শেষ হতেই তাদের প্রেমের অবসান হয়। শাহিদ এরপর প্রিয়াঙ্কার সঙ্গে সম্পর্কে জড়ান। অপরদিকে করিনার বিয়ে হয় সইফ আলি খানের সঙ্গে। তবে প্রিয়াঙ্কা ও শাহিদের প্রেমেরও অবসান ঘটে। মীরা রাজপুতের সঙ্গে বিয়ে হয় শাহিদের।