বিনোদন

ঠোঁটে জ্বলন্ত সিগারেট, হাতে বেল্ট, শাহরুখের মারপিট দেখে সকলে

ঠোঁটে জলন্ত সিগারেট, হাতে বেল্ট! একেবারে অন্য অবতারে দেখা গেল বলিউড ‘বাদশা’ শাহরুখ খানকে। যা দেখার পর রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে দর্শকমহলে। সকলেই মনে করছেন হয়তো তার আগামী সিনেমার ‘জওয়ান’এর লুক হলো সেটি। যদিও বর্তমানে সোশ্যাল মিডিয়া থেকে ডিলিট করে দেওয়া হয়েছে সেই ভিডিও।

মনে করা হচ্ছে প্রযোজনা সংস্থার আপত্তির কারণেই এমনটা করা হয়েছে। ভাইরাল হওয়া সেই ভিডিওটিতে একেবারে অন্যরকম ভঙ্গিমায় দেখা গিয়েছে এই তারকাকে। বেল্ট হাতে দুষ্টের দমনে নেমে পড়েছেন তিনি। ভিডিওটি দেখার পর মুগ্ধ হয়ে গিয়েছেন দর্শকেরা। তাইতো নানান প্রশংসাসূচক মন্তব্যে ভরিয়ে তুলেছেন সকলে।

কেউ যেমন লিখেছেন, ‘পাঠানের থেকেও বেশি ভালো হতে চলেছে জওয়ান।’ আবার কেউ লিখেছেন, ‘এই সিনেমায় বেশি অ্যাকশন দেখা যাবে।’দীর্ঘ চার বছর পর পর্দায় ফিরেছেন ‘বাদশা’। এতোদিন দর্শকদের অপেক্ষা করিয়ে ‘পাঠান’এর মাধ্যমে বড়ো পর্দায় ফিরেছেন তিনি।

আর এই সিনেমা বক্সঅফিসে যে ইতিহাস তৈরি করেছে তা আর নতুন করে বলার প্রয়োজন পড়ে না। এখনো পর্যন্ত ‘পাঠান’ ঝড় চলছে প্রেক্ষাগৃহগুলিতে। এরই মাঝে আবার শোনা গেলো ‘জওয়ান’এর খবর। সবমিলিয়ে একের পর এক চমক দিচ্ছেন অভিনেতা।