বিনোদন

‘পকেটে ১৫০০ টাকা নিয়ে এসেছিলাম, সেই নিয়েই চলে যাব’, সিনেমা ফ্লপের বিষয়ে আত্মবিশ্বাসী জবাব শাহরুখের

১৫০০ টাকা নিয়ে এসেছিলেন মুম্বাই, তবে এরপর তিনি যা অর্জন করেছেন তার মূল্য টাকাতে মাপা সম্ভব নয়। কারণ, অনুরাগীদের ভালোবাসার মূল্য কখনোই টাকায় মাপা যায় না। কী অবাক হচ্ছেন তো? ভাবছেন কার সম্পর্কে আলোচনা করা হচ্ছে? আজ আমরা কথা বলছি বলিউড বাদশা শাহরুখ খানের সম্পর্কে। যিনি দীর্ঘ চার বছর নিজেকে সরিয়ে রেখেছিলেন পর্দা থেকে।

তবে যে সিনেমার মাধ্যমে কামব্যাক করেছেন তা ইতিমধ্যেই রেকর্ড তৈরি করেছে। প্রথমদিকে ‘পাঠান’ সিনেমা নিয়ে একাধিক বিতর্ক হলেও বক্সঅফিসে কয়েকশো কোটি টাকার ব্যবসা করেছে সিনেমাটি। মনে করা হচ্ছে খুব শীঘ্রই সেই পরিমাণ হাজার পেরোবে। আসলে একের পর এক ফ্লপ সিনেমার পর বিরতি নিয়েছিলেন তিনি। এরপর ফিরে এসেছেন রাজার মতো।

তবে এই প্রথম নয় এর আগেও কেরিয়ারে খারাপ সময় দেখেছেন তিনি। যার মধ্যে অন্যতম হলো ‘রা-ওয়ান’ সিনেমা। সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০১১ সালে। তবে সেটি খুব একটা সাফল্য লাভ করেনি বক্সঅফিসে। এরপরই নিজের কেরিয়ারে ফ্লপ হওয়া সিনেমার প্রভাব নিয়ে মুখ খুলতে দেখা যায় শাহরুখকে। যেখানে তিনি জানান মানুষ যে সব পাবে তাতে তিনি কোনদিনই বিশ্বাস করতেন না।

তার মতে, ‘১,৫০০ টাকা সঙ্গে নিয়ে এসেছিলাম সেই টাকা নিয়েই চলে যাব। তবে এতো ভালোবাসা, এতো নাম অর্জন করেছি যেটা কেউ কেড়ে নিতে পারবে না। আমি একটুও ভয় পাই না। একটা না চললে আর একটা বানাবো। কোথাও না কোথাও একটা তো ঠিকই চলবে। ৭০ টা সিনেমার মধ্যে এতো চলেছে, আরও ঠিকই চলবে।’ তার কথায় এটাই স্পষ্ট যে খারাপ সময়কে কখনোই ভয় করেননি তিনি।