বিনোদন

শাহরুখের জীবনের প্রথম প্রেম কে? নাম ঘোষণা করে চমকে দিলেন ‘রোমান্স কিং’

তিনি মানেই দু হাত মেলে পাহাড় কোলে প্রেয়সীর জন দাঁড়িয়ে থাকা.. এইটুকুনি বললেই সকলের চোখেই শাহরুখ খানের ছবি ভেসে আসে। আর এই কারণেই শাহরুখ খান রোমান্স কিং। তার দীর্ঘ ক্যারিয়ারে প্রায় দেড় ডজন নায়িকার সাথে অভিনয় করেছেন, অভিনয়ের খাতিরে রোমান্সও করেছেন। কিন্তু বাস্তবে তার জীবনের স্বপ্নসুন্দরী কে?

সবাই এক বাক্যে স্বীকার করে নেবেন তার প্রেয়সী হোক বা স্বপ্ন সুন্দরী সবটাই গৌরী খান।
নয় এর দশক থেকে কাপেল গোল সেট করেছেন বলিউডের কিং খান। এই মুহূর্তে বলিউডের অন্যতম পাওয়ার কাপল তারাই। কিন্তু রোমান্স কিং এর জীবনে প্রথম প্রেম কে! সেটাও কি গৌরী খান? এবার সম্প্রতি এই বিষয়েই খোলসা করলেন অভিনেতা। জানালেন নিজের ব‍্যক্তিগত জীবনের রঙিন অধ‍্যায়ের কথা।

কিছুদিন আগে ভক্তদের জন্য ASK SRK সেশন করেছিলেন শাহরুখ খান। সেখানেই নানা প্রশ্নের জবাব দেন। এদিন তার এক ফ্যান জানতে চেয়েছিলেন তার জীবনে প্রথম ভালবাসা কে। আর এই প্রশ্নের নিজের সহধর্মিনীকেই মনে করেছেন তিনি। আদুরে উত্তরে শাহরুখ বলেন “গৌরী আমার স্ত্রী।” আর এখান থেকেই প্রমাণ হয়ে গেছে গৌরীকে ছাড়া কোনদিন কাউকে ভালোবাসার দরকার পড়েনি বলিউড কিং এর। তার প্রথম আর একমাত্র প্রেমিকা তার জীবনের এবং বেঁচে থাকার রসদ।

প্রসঙ্গত এক কমন ফ্রেন্ড এর বাড়ির পার্টিতে প্রথম দেখা হয়েছিল শাহরুখ ও গৌরীর। তখন শাহরুখ সদ্য ১৮ আর গৌরী ১৪। সেখান থেকেই শুরু হয় দুজনের প্রেম আর তারপর অজস্র বাধা অতিক্রম করে ভালোবাসাকে পরিণতি দেন তারা। বর্তমানে শাহরুখের এই উত্তরের গর্বিত হয়েছেন তার ভক্তরা তাদের কথায় ওয়ান ওম্যান ম্যান অর্থাৎ এক নারীতে আকর্ষিত পুরুষ তিনি।