বিনোদন

সিঙ্গেল ফিল্মে ডবল ধামাকা, ফের একসঙ্গে পর্দা কাঁপাতে আসছেন “করন অর্জুন” জুটি শাহরুখ-সালমান

বলিউডে ইতিমধ্যে দুর্দান্ত ব্যবসা করে সকল ছবির তুলনায় তালিকায় উপরের দিকে নাম উঠে গিয়েছে ‘পাঠান’-এর। ছবিতে দীর্ঘদিন পর শাহরুখকে যেমন দর্শকেরা দেখেছেন তেমনি বাড়তি পাওনা ছিল এই ছবিতে দুই খানের উপস্থিতি। অর্থাৎ শাহরুখ (Shah Rukh Khan) ও সালমান (Salman Khan) দুই বলিউড তারকার উপস্থিতি ছবিটিকে ব্যবসায়িক দিক থেকে আরও ফুলেফেঁপে উঠতে সাহায্য করেছে। অর্থাৎ নির্মাতারা মনে করছেন ‘পাঠান’ ছবিটিতে শুধুমাত্র শাহরুখের প্রত্যাবর্তণ নয়, দুই তারকার যুগলবন্দী ছবিটিকে সাফল্যের চূড়ায় নিয়ে গিয়েছে।

তবে এখানেই শেষ নয়, অনুরাগীদের জন্য রয়েছে বিশেষ খুশির খবর। শোনা যাচ্ছে, দুই তারকা অর্থাৎ শাহরুখ ও সালমানকে ফের দেখা যাবে যুগলবন্দী। আর তাই নিয়েই চলছে ভাবনাচিন্তা। ২০২৩ সালের দিওয়ালি-তে আসতে চলেছে ‘টাইগার -৩’। আর তার জন্য চলতি বছরের এপ্রিল মাসে মুম্বাইতে দুই অভিনেতাকে নিয়ে চলবে সাত দিনের শ্যুটিং।

বর্তমানে ছবির দৃশ্য নিয়ে নানান আলোচনা চলছে। শোনা যাচ্ছে, ছবির পরিকল্পনা গত ছয় মাস ধরে সাজিয়েছেন আদিত্য চোপড়া ও মহেশ শর্মা। নির্মাতাদের মতে, সালমানের ছবি বহুদিন ধরে সাফল্যের মুখ দেখেনি। এক্ষেত্রে দুই তারকা একসঙ্গে অভিনয় করলে সমস্ত নজির ভেঙে যাবে। ‘পাঠান’ ছবির মধ্যে দিয়ে এটি স্পষ্ট যে দর্শক দুই তারকাকে একসঙ্গে দেখতে চাইছেন।

আর সেটিকেই ব্যবহার করে ‘টাইগার-৩’ নিয়ে বিশেষ ভাবনাচিন্তা চলছে নির্মাতাদের। এই ছবিতে বাড়তি পাওনা হিসেবে দেখা যাবে সহ অভিনেতা ইমরান হাশমিকে। এছাড়া সালমানের সঙ্গে থাকবেন ক্যাটরিনা কাইফ। চলতি বছরের দিওয়ালিতে মুক্তি পাবে ছবিটি। সামনের ঈদে আসছে সালমানের একটি ছবি ‘কিসি কা ভাই, কিসি কা জান’।