৫৭ বছরেও চিরযৌবন শারুখ, এই টোটকায় নিজেকে ফিট রাখেন কিং খান

Advertisement

বয়স তার ষাটের কাছাকাছি, তবে এখনো পর্যন্ত সৌন্দর্য্য এবং গ্ল্যামারের দিক দিয়ে হার মানাতে পারেন কমবয়সী যুবকদের। কি অবাক হচ্ছেন তো? ভাবছেন কার সম্পর্কে আলোচনা করা হচ্ছে? আসলে আজ আমরা কথা বলছি বলিউড ‘বাদশা’ শাহরুখ খানকে নিয়ে। ষাটের কাছাকাছি বয়সে পৌঁছে গেলেও তার গ্ল্যামার যেন দিন দিন বেড়েই চলেছে।

Advertisements

ফলস্বরূপ সকলের মনে একটাই প্রশ্ন তার এই যৌবনের রহস্য কী? কী এমন কাজ করেন বা খান এই অভিনেতা যে দিন দিন তার গ্ল্যামার বেড়েই চলেছে? এর উত্তর জানা গিয়েছে সম্প্রতি। আসলে চলতি বছরের ক্যালেন্ডার শ্যুট করেছেন অভিনেতা। যেখানে তাকে দেখা গিয়েছে সাদা-কালো পোশাক পরিহিত অবস্থায়। আর সেই পরিচিত হাসিমুখ অভিনেতার।

Advertisements

যা দেখার পর রীতিমতো ঝড় উঠতে পারে মহিলা অনুরাগীদের বুকে। এই ছবি দেখার পর কমেন্টে অনেকেই জানতে চেয়েছেন তার এই গ্ল্যামারের রহস্য কী? কেউ কেউ আবার সেখানে উত্তরে লিখেছেন, আসলে এক প্রকারের চবনপ্রাশ খান এই অভিনেতা। সেই কারণেই তার গ্ল্যামার বেড়ে চলেছে। যেহেতু কিছুদিন আগে একটি চবনপ্রাশের বিজ্ঞাপন দিতে দেখা গিয়েছিল তাকে।

সেই কারণে এহেন মন্তব্য করেছেন নেটিজেনদের একাংশ। উল্লেখযোগ্য, দীর্ঘ চার বছর পর পর্দায় ফিরেছেন অভিনেতা। আর ফিরেই যে রেকর্ড গড়েছেন তা নিয়ে নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না। কারণ, ‘পাঠান’ বক্সঅফিসে ঝড় তুলেছে। এরপরেই আবার আসতে চলেছে তার পরবর্তী সিনেমা ‘জওয়ান’। এবার সেটি কেমন ব্যবসা করে তাই দেখার অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা।

Related Articles