মায়ের থেকেও দ্বিগুণ সুন্দরী মেয়ে, অভিনেত্রী ঋতুপর্ণার কন্যাকে দেখলে চোখ ফেরাতে পারবেন না!

টলিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। কেরিয়ারের পাশাপাশি সংসার কীভাবে সামলাতে হয় তা বেশ ভালোমতোই বুঝিয়ে দিয়েছেন তিনি। পুত্র, কন্যা এবং স্বামীকে নিয়ে তার সুখের সংসার। কলকাতা এবং মুম্বই জুড়ে রয়েছে তার কর্মক্ষেত্র। তবে সংসার রয়েছে সিঙ্গাপুরে। কারণ, সেখানেই কর্মরত রয়েছেন তার স্বামী। ছেলেমেয়েরাও সেখানে পড়াশোনা করে।
ঋতুপর্ণার ছেলে ঋষভ এবং মেয়ে ঋষণা। তাদের সাথে সময় কাটানোর কোনো অবসরই যেন ছাড়তে চান না অভিনেত্রী। যার ঝলক দেখা যায় তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। মাঝেমধ্যেই ছেলেমেয়েদের সাথে কাটানো বিভিন্ন মুহূর্তের ছবি তিনি ভাগ করে নেন। সেরকমই সম্প্রতি বেশ কিছু ছবি তিনি পোস্ট করেছেন ইন্সটাগ্রাম হ্যান্ডেলে। যেখানে ধরা পড়েছে তার পারিবারিক মুহূর্ত।
কখনো স্বামীর সাথে সেলফি তুলতে দেখা দিয়েছে তাকে, আবার কখনো ছেলেমেয়েদের সাথে। তবে সবথেকে বেশি নজর কেড়েছে তার মেয়ে ঋষণা। আসলে মেয়ের সাথে খুবই ভালো সম্পর্ক তার। বেশ কিছু ছবিতে দেখা গিয়েছে মায়ের কোলে মুখ লুকিয়ে আছে সে। অন্যদিকে মেয়ের জন্মদিনে কয়েকটি ছবি কোলাজ করে পোস্ট করেছিলেন অভিনেত্রী।
যেখানে লিখেছিলেন, তার মেয়ে জানে না যে তার মা তাকে কতটা ভালোবাসে। এই ছবি দেখার পর প্রশংসায় ভরিয়ে তুলেছেন অনুরাগীরা। এছাড়া মেয়েকে জন্মদিনের শুভেচ্ছাও জানিয়েছেন তারা। উল্লেখযোগ্য, ঋতুপর্ণার হাতে বেশ কিছু সিনেমার কাজ রয়েছে। খুব শীঘ্রই তাকে দেখা যাবে ‘বিউটিফুল লাইফ’, ‘আকরিক’ এবং ‘শিকার’এর মতোন সিনেমায়।