Yash Dasgupta: রূপে-গুণে নুসরতকেও টেক্কা দেবেন যশের প্রথম স্ত্রী! বর্তমানে স্বামী-সন্তান ছেড়ে কোথায় আছেন শ্বেতা?

Yash Dasgupta: বর্তমানে টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা হলেন যশ দাশগুপ্ত। শুরুটা টেলিভিশনের মাধ্যমে হলেও বর্তমানে টলিউডে নিজের জায়গা পাকাপোক্ত করে ফেলেছেন তিনি। ইতিমধ্যেই বেশ কয়েকটি সিনেমায় কাজ করেছেন। এমনকি পা রেখেছেন বলিউডেও। অন্যদিকে এসবের পাশাপাশি তার ব্যক্তিগত জীবন নিয়েও নানান সময় সমালোচিত হয়েছেন তিনি দর্শকমহলে।
যার নেপথ্যে অন্যতম কারণ হিসেবে রয়েছেন নুসরত জাহান। সম্পর্কে আবদ্ধ হওয়া থেকে শুরু করে গোপনে বিবাহবন্ধন, এমনকি সন্তানের জন্ম দেওয়া সবকিছু নিয়ে একসময় তুমুল সমালোচিত হয়েছেন তারা। তবে আপনি কি জানেন নুসরত যশের প্রথম স্ত্রী নন? আগেও একবার বিয়ে করেছেন তিনি। এমনকি তার আগের পক্ষের একটি সন্তানও রয়েছে।
যশের প্রথম স্ত্রীর নাম শ্বেতা সিং কালহানস। তিনি বাঙালী নন, বর্তমানে রয়েছেন মুম্বাইতে। কী কারণে বিচ্ছেদ হলো তাদের আজ আমরা সেই বিষয়েই আলোচনা করবো। নিজেকে সবসময় সংবাদমাধ্যম থেকে দূরেই রাখতে পছন্দ করেন শ্বেতা। তবে একসময় যখন তার স্বামী এবং নুসরতকে নিয়ে প্রচুর লেখালেখি হচ্ছিলো তখন তিনি মুখ খুলেছিলেন।
এক সময় ইন্ডাস্ট্রির সাথেও যুক্ত ছিলেন তিনি। ভালোবেসে বিয়ে করেছিলেন যশকে। তবে সেই বিয়ে সুখের হয়নি। এমনকি তাদের সন্তানও মায়ের সাথে থাকে না। জানা গিয়েছে, নুসরতের সাথে যশের বড়ো ছেলের সম্পর্ক বেশ ভালো। বর্তমানে শ্বেতা একটি সংবাদমাধ্যমের সাথে যুক্ত রয়েছেন। সবকিছু থেকে সরে গিয়ে নিজের মতো জীবনযাপন করছেন তিনি।